Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৪-২-২০২৫, সময়ঃ দুপুর ০২:৪৯

নিউজিল্যান্ডের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

নিউজিল্যান্ডের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক►

বাচাঁ-মরার ম্যাচ, জিতলে আশা বেঁচে থাকবে, হারলে এক ম্যাচ হাতে রেখেই দেশে ফেরার টিকিট কাটতে হবে। চ্যাম্পিয়ন্স ট্রফির গুরুত্বপূর্ণ এই ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ।

বাংলাদেশের একাদশে পরিবর্তন এসেছে ২টি। ভারতের বিপক্ষে ‍শূন্য রানে আউট হওয়া সৌম্য সরকার বাদ পড়েছেন, তার সঙ্গী তানজিম হাসান সাকিব। রাওয়ালপিন্ডির উইকেট বিবেচনায় দলে ঢুকেছেন নাহিদ রানা। ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদও।

ম্যাচটি নিউজিল্যান্ডের জন্যও কম গুরুত্বপূর্ণ নয়। এতে জিতলেই এক ম্যাচ হাতে রেখে সেমি নিশ্চিত হয়ে যাবে তাদের। তাতে পাকিস্তানেরও বুক ভাঙবে। টানা দুই ম্যাচে হারা পাকিস্তান এই ম্যাচের দিকেই তাকিয়ে।

নিউজিল্যান্ড একাদশেও ২টি পরিবর্তন এসেছে। ড্যারেল মিচেলের জায়গায় আজ রাচিন রবীন্দ্র ও নাথান স্মিথের জায়গায় কাইল জেমিসন খেলছেন।

নিউজিল্যান্ড একাদশ:

উইল ইয়ং, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, রাচিন রবীন্দ্র, টম লাথাম, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, কাইল জেমিসন ও উইলিয়াম ও’রোরকে।

বাংলাদেশ একাদশ:

তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), জাকের আলী, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও মোস্তাফিজুর রহমান।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad