Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৬-১০-২০২২, সময়ঃ বিকাল ০৩:৩৬

নারী উদ্যোক্তাদের ৫ শতাংশ সুদে ঋণ দিচ্ছে এনআরবিসি ব্যাংক

নারী উদ্যোক্তাদের ৫ শতাংশ সুদে ঋণ দিচ্ছে এনআরবিসি ব্যাংক

নিজস্ব প্রতিবেদক ►

নারী উদ্যোক্তাদের মাত্র ৫ শতাংশ সুদে সহজশর্তে ঋণ দিচ্ছে এনআরবিসি ব্যাংক। নারীদের উদ্যোক্তাদের হিসেবে তুলতে বিশেষ এই প্রকল্পের আওতায় সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ সহায়তা করা হবে। এ লক্ষে জয়িতা ফাউন্ডেশনের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বার করেছে এনআরবিসি ব্যাংক। 

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ তত্ত্বাবধানে গঠিত ‘জয়িতা ফাউন্ডেশন’ এর Revolving Capital Support Fund’ হতে এই ঋণ দেয়া হবে। নারী উদ্যোক্তারা নিজ নামে এবং সমিতির নামে এই ঋণ নিতে পারবেন। বিনাজামানতে এবং জামানতসহ এই ঋণ সুবিধা দেওয়া হবে। এই ঋণ প্রদানের উদ্দেশ্যে সম্প্রতি জয়িতা ফাউন্ডেশনের কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে নিজ নিজ প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্বার করেন জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা খান এবং এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক গোলাম আউলিয়া।

জয়িতা টাওয়ার নির্মাণ প্রকল্পের পরিচালক অতিরিক্ত সচিব মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানের এনআরবিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও সিএফও হারুনুর রশিদ, এসএমই এন্ড এগ্রিকালচার ক্রেডিট বিভাগের প্রধান হারুনূর রশিদ এবং ধানমন্ডি মহিলা শাখার ব্যবস্থাপক সুরাইয়া রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।  

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad