মাধুকর ডেস্ক ►
দিল্লিতে বিশ্বকাপ ক্রিকেটের নিজেদের তৃতীয় ম্যাচে আজ রবিবার (১৫ অক্টোবর) মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও আফগানিস্তান। দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে বেলা আড়াইটায়।
নিউজিল্যান্ডের বিপক্ষে হার দিয়ে শুরু হয় ইংল্যান্ডের বিশ্বকাপ মিশন। তবে, বাংলাদেশের বিপক্ষে বড় জয় নিয়ে ঘুরে দাঁড়ায় বর্তমান চ্যাম্পিয়নরা। শক্তি, র্যাংকিং ও পরিসংখ্যানে আফগানদের চেয়ে এগিয়ে জস বাটলারের দল। এখন পর্যন্ত দুইবারের দেখায় শতভাগ জয় পেয়েছে ইংল্যান্ড।
সেই জয়ের ধারা এই ম্যাচেও ধরে রাখতে চায় বর্তমান চ্যাম্পিয়নরা। অন্যদিকে, এবারের বিশ্বকাপ আসরে টানা দুই হারের স্বাদ পেয়েছে আফগানিস্তান। ইংল্যান্ড কঠিন প্রতিপক্ষ হলেও জয়ের জন্যই মাঠে নামতে চায় নবী-রশিদরা।
ওয়ানডেতে এখন পর্যন্ত দুইবার ইংলিশদের মুখোমুখি হয়েছে আফগানরা। দুবারই বিশ্বকাপের মঞ্চে দেখা হয়েছে। ২০১৫ ও ২০১৯ সালে বিশ্বকাপের সেই দুই ম্যাচে বড় ব্যবধানে আফগানিস্তানকে উড়িয়ে দিয়েছিলো ইংল্যান্ড।