মাধুকর ডেস্ক
আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজ। দু’দলই এই সিরিজটি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে নিচ্ছে। নিজেদের মাঠে সেরাটা খেলে নিউজিল্যান্ডের বিপক্ষে জিততে চায় স্বাগতিকরা। অন্যদিকে, হোম কন্ডিশনে বাংলাদেশ সব সময় কঠিন প্রতিপক্ষ বলে জানিয়েছেন নিউজিল্যান্ড দলের অধিনায়ক লকি ফার্গুসন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে খেলাটি শুরু হবে আজ বৃহস্পতিবার দুপুর ২টায়।
২০১৩ সালের পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ একদিনের ক্রিকেট সিরিজ খেলতে যাচ্ছে। বিশ্বকাপ ক্রিকেট সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে এই দ্বিপক্ষীয় সিরিজটি খেলছে দু’দল। সিরিজে বাংলাদেশ দল বিশ্রামে রেখেছে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজকে। তবে ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন তামিম ইকবাল। এছাড়া দীর্ঘ বিরতির পর সুযোগ পেয়েছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। সিরিজের প্রথম ম্যাচের আগের দিন বৃষ্টির কারণে অনুশীলন করতে পারেনি বাংলাদেশ দল। তবে কিউইদের বিপক্ষে চাপমুক্ত হয়ে খেলার কথা জানালেন ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস।
২০০৮ সালের পর বাংলাদেশের মাটিতে ২০১০ ও ২০১৩ সালে দু’টি ওয়ানডে সিরিজ খেলে একটিতেও জিততে পারেনি নিউজিল্যান্ড দল। ওই দুই সিরিজেই কিউইরা হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশের কাছে। এছাড়া, বিশ্বকাপ দলে থাকা বেশিরভাগ খেলোয়াড় ছাড়াই বাংলাদেশে এসেছে নিউজিল্যান্ড। তাই ঘরের মাঠে বাংলাদেশকেই এগিয়ে রাখছেন কিউই অধিনায়ক।
মিরপুরে বৃষ্টির কারণে সিরিজের প্রথম একদিনের খেলাটি বিঘ্নিত হওয়ার শংকা রয়েছে। খেলার সময় কয়েক দফা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।