দিনাজপুর প্রতিনিধি ►
দিনাজপুর পার্বতীপুর পৌরসভার তিন বারের নির্বাচিত ৮ নম্বর ওয়াার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলম ( ৫২) এর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ।
আজ বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে পার্বতীপুর রেলওয়ে থানার ইনচার্জ এ.টি.এম. নুরুল ইসলাম নিশ্চিত কওে বলেন তার স্বজনদেও আপত্তি না থাকায় পারিবারিক কবরে দাপন করা করা হয়েছে।
কাউন্সিলর জাহাঙ্গীর আলম নিজ বাড়ীতে একাই বসবাস করতেন । তাই অসুস্থ জনিত কারনে তিনি মৃত্যু বরন করেছিলেন বলে ধারনা করছেন স্বজনেরা ।
স্থানীয়রা জানায়, কিছুদিন আগে তার স্ত্রীর সাথে ছাড়াছাড়ির পর পার্বতীপুর ইনস্টিটিউট মাঠ সংলগ্ন রেলওয়ের জমিতে তৈরি বাড়ীতে একাই বসবাস করতেন কাউন্সিল জাহাঙ্গীর আলম। সে নিজ পরিবার থেকে আলাদা থাকতেন। তার কোন ছেলে মেয়ে নেই।
তার ঘরের পাশ দিয়ে চলাফেরার সময় গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে দুর্গন্ধ পাচ্ছিলেন স্থানীয়রা। পরে পুলিশে খবর দেন তারা। পুলিশ এসে তার অর্ধগলিত উদ্ধার করে ।
পাবর্তীপুর পৌরসভার মেয়র আমজাদ হোসেন জানান, জাহাঙ্গীর আলম পাবর্তীপুর পৌরসভার টানা তিন বারের নির্বাচিত কাউন্সিলর ছিলেন। পাশাপাশি আওয়ামীলীগের ৮ নম্বর ওয়ার্ড কমিটির সহ সভাপতির দ্বায়িত্ব পালন করছিলেন। কিছু দিন আগে স্ত্রী তাকে ডির্ভোস দিয়ে ছেড়ে যাওয়ার পর এই বাড়ীতে এককভাব বসবাস করতেন। ডায়োবটিকসহ জটিল রোগে আক্রান্ত ছিলেন তিনি। ঈদের আগে মসজিদে নামাজ শেষে বেরিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়েছিলেন।
পার্বতীপুর রেলওয়ে থানার ইনচার্জ এ.টি.এম. নুরুল ইসলাম জানান, সংবাদ পেয়ে পুলিশ তার শয়নকক্ষে অর্ধগলিত অবস্থায় কাউন্সিলর জাহাঙ্গীর আলমের বিবর্ন হয়ে পড়া মৃতদেহ বিছানায় খাটের উপর শোয়া অবস্থায় দেখতে পান তারা। ধারনা করা হচ্ছে গত তিন দিন আগে হয়তো তিনি মারা গেছেন । অসুস্থতা জনিত কারনে সে মারা গেছে বলে ধারনা করছেন স্বজনরা। আপত্তি না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন কাফন করা হয়েছে।