• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৫-৫-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:৩২
  • ৭৯ বার দেখা হয়েছে

দিনাজপুরে ৪ কোচিং সেন্টারে ২ লক্ষ ৬১ হাজার টাকা জরিমানা

দিনাজপুরে ৪ কোচিং সেন্টারে ২ লক্ষ ৬১ হাজার টাকা জরিমানা

দিনাজপুর প্রতিনিধি ►

দিনাজপুরে চলমান এসএসসি পরীক্ষা  সময় কোচিং সেন্টার নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং সেন্টার চালু রাখার অভিযোগে ৪ টি কোচিং সেন্টারকে ২ লাখ ৬১ হাজার টাকা অর্থদন্ডের পাশাপাশি এসএসসি পরীক্ষা শেষ নেওয়া পর্যন্ত কোচিং সেন্টারগুলো বন্ধ করে দেওয়া হয়েছে । 

আজ সোমবার সকাল  ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর শহরের বিভিন্ন স্থানে দিনাজপুর সদর উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ৪টি কোচিং সেন্টারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো, রাফসান ম্যাথ এন্ড ফিজিক্স কোচিং সেন্টারকে ১ হাজার টাকা, সবুজ প্রাইভেট কোচিং সেন্টার কে ৫০ হাজার টাকা, আমিরুল ম্যাথ কেয়ার কোচিং সেন্টার কে ৫০ হাজার টাকা, জয় প্রাইভেটকে ১ লক্ষ ৬০ হাজার টাকা জরিমানা করা হয় । 

দিনাজপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাথী দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চারটি কোচিং সেন্টারে জড়িত ৭ জন পরিচালককে বিভিন্ন ধারায় মোট ২ লাখ ৬১ হাজার টাকা অর্থদন্ড করা হয় । 

এ সময় অভিযানে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো: রমিজ আলম, কোতোয়ালি থানার ওসি তানভীরুল ইসলামসহ এক দল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন ।
 

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়