Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৪-২-২০২৫, সময়ঃ সকাল ১০:৪৫

টিকে থাকার লড়াইয়ে নিউজিল্যান্ডের সামনে বাংলাদেশ

টিকে থাকার লড়াইয়ে নিউজিল্যান্ডের সামনে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক►

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিকে থাকার লক্ষ্যে ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল। পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ।

ভারতের কাছে ৬ উইকেটের হার দিয়ে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু করে বাংলাদেশ। যে কারণেই  নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি টাইগারদের জন্য মহাগুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কিউইদের কাছে হারলে টুর্নামেন্ট থেকে বিদায়ের শঙ্কায় পড়বে নাজমুল হোaসেন শান্তর নেতৃত্বাধীন দলটি।

টুর্নামেন্টের সবচেয়ে ভারসাম্যপূর্ণ দল হিসেবে বিবেচিত নিউজিল্যান্ডকে হারানো মোটেই সহজ হবে না বাংলাদেশের জন্য। স্বাগতিক পাকিস্তানকে ৬০ রানে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে নিউজিল্যান্ড।

আইসিসির কোনো ইভেন্টে ভারতের বিপক্ষে বাংলাদেশের কোন ব্যাটার হিসেবে এবং নিজের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেছিলেন তাওহিদ হৃদয়। তার মতে, দুবাই এবং রাওয়ালপিন্ডির কন্ডিশন অনেকটাই ভিন্ন।

ওয়ানডে ক্রিকেটে এ পর্যন্ত ৪৫ ম্যাচে  নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এরমধ্যে ১১টিতে জিতেছে, ৩৩টিতে হেরেছে টাইগাররা। একটি ম্যাচ পরিত্যক্ত হয়।

নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ পাঁচ ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিতেছে এবং চারটিতে হেরেছে বাংলাদেশ।

একমাত্র জয়টি এসেছে ২০২৩ সালের ডিসেম্বরে নেপিয়ারে, কিউইদের বিপক্ষে শেষ দেখায়। নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে ফরম্যাটে সেবারই প্রথম জয়ের স্বাদ পায় বাংলাদেশ।

বাংলাদেশ দল: 

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, তানজিদ হাসান, নাহিদ রানা।

নিউজিল্যান্ড দল:

মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, টম লাথাম, ড্যারিল মিচেল, উইল ও’রুর্ক, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, নাথান স্মিথ, কেন উইলিয়ামসন, উইল ইয়ং।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad