চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি ►
কুড়িগ্রামের চিলমারী উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রুকুনুজামান শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান, চিলমারী থানার অফিসার ইনচার্জ মোঃ আতিকুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান আজাদ জামান, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা বেগমসহ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
এ সময় সভার প্রধান অতিথি মোঃ জাকির হোসেন এমপি সভায় উপস্থিত জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদেরকে সরকারের উন্নয়মূলক কর্মকান্ডগুলো সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য পরামর্শমূলক দিক নির্দেশনা দেন। এর আগে আইনশৃঙ্খলা বিষয়ক সমন্বয় সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর সন্তুষ্টি প্রকাশ করেন সভার প্রধান অতিথি মোঃ জাকির হোসেন এমপি।