গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার গোবিন্দগঞ্জের হরিরামপুরে মাদক বিরোধী যুবসমাজ গঠনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তরুন যুব সমাজকে মাদকের প্রতি আসক্ত না হয়ে ক্রীড়ার প্রতি মনোযোগী করতে মাসব্যাপী আয়োজনের অংশ হিসেবে এই ম্যাচ অনুষ্ঠিত হয়।
শুক্রবার বিকেলে উপজেলার হরিরামপুর ইউনিয়ন জাতীয় পার্টির আয়োজনে ক্রোড়গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইউনিয়ন জাতীয় পার্টির নেতা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়পাটির এমপি’র মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট জাহাঙ্গীর হেসোন জুয়েল। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন দরবস্ত ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি শাহ আলম তালুকদার, সাধারণ সম্পাদক আহাসানুল হক রুবেল, সাংগঠনিক সম্পাদক আলম মন্ডল, গাইবান্ধা জেলা জাতীয় যুব সংহতির যুগ্ম-আহ্বায়ক রুহুল আমিন, গোবিন্দগঞ্জ উপজেলা জাতীয় যুব সংহতি সাবেক যুগ্ন-আহবায়ক সাবলু মিয়া প্রধান,।
খেলায় হরিরামপুর স্পটিং ক্লাব একাদশকে ১-০ গোলে পরাজিত করে হরিপুর ফুটবল একাদশ জয়লাভ করে। শেষে প্রধান অতিথি বিজয়ি এবং রার্নাস আপ দলের হাতে পুরস্কার তুলে দেন।
’ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল মাদক ছেড়ে মাঠে চল’ এই স্লোগানে শাখাহার জাতীয় পার্টির সভাপতি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদে জাতীয়পার্টির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন জুয়েল উপজেলার ১৭টি ইউনিয়ন ও পৌরসভায় ১৮টি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেন। ইতিমধ্যে কাটাবাড়ী, নাকাই ও হরিরামপুর ইউনিয়নের প্রীতি ফুটবল ম্যাচ সম্পন্ন হয়েছে।