নিজস্ব প্রতিবেদক ►
ক্যান্সার কিডনি লিভার সিরোসিস স্টোকে প্যারালাইজড জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের মধ্যে শনিবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে চেক বিতরণ করা হয়। চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. শরিফুল আলম, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ নাসির উদ্দিন প্রমুখ। শেষে প্রধান অতিথি হুইপ ৪২ জনের মধ্যে ২১ লাখ টাকার চেক এবং ১০ জনের মধ্যে মিশুক ভ্যান বিতরণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হুইপ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার জনগণের দোড়গোড়ায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গ্রাম পর্যায়ে কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছে। উন্নত সেবার জন্য উপজেলা এবং জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে চিকিৎসকসহ আধুনিক যন্ত্রপাতি স্থাপন করেছে।