Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৭-২-২০২৩, সময়ঃ বিকাল ০৩:৫৮

গাইবান্ধায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মতবিনিময় সভা

গাইবান্ধায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক ►

গাইবান্ধা জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের উদ্যোগে আজ সোমবার ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভা কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতো। 

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার হৃদয় মাহমুদ চয়ন, জেলা তথ্য সহকারি অফিসার মো. কবির উদ্দিন, পাসপোর্ট অফিসের সহকারি পরিচালক মো. সরবেশ আলী, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবেদুর রহমান স্বপন, লক্ষ্মীপুর ইউপি চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ প্রমুখ। 

বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্বপ্ন ছিল সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা করা। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন বাস্তবায়নে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারা বলেন, বিভিন্ন সেক্টরে উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকায় ইতিমধ্যে বাংলাদেশশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। আগামী ৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে।
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad