Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৭-২-২০২৪, সময়ঃ রাত ০৭:০৪
  • ১০৭ বার দেখা হয়েছে

গাইবান্ধায় বাংলা ইশারা ভাষা দিবস পালন

গাইবান্ধায় বাংলা ইশারা ভাষা দিবস পালন

নিজস্ব প্রতিবেদক

বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন উপলক্ষে বুধবার জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. ফজলুল হক। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) মো. আব্দুল আউয়াল। দিবসটি উপলক্ষে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘বাংলা ইশারা ভাষার প্রসার করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’। 

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম হোসেন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: সোহেল মাহমুদ, জেলা সমাজসেবা অফিসার মিজানুর রহমান মল্লিক, সমাজসেবা অধিদপ্তরের সহকারি পরিচালক মো. কামরুল হাসান সরকার, বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. ইদ্রিস আলী সরকার, আশরাফুল ইসলাম, নাজমুল আলম খোকন প্রমুখ। আলোচনা সভা শেষে প্রতিবন্ধীদের মাঝে কানের হেয়ারিং এইড উপকরণ বিতরণ করা হয়। 

বক্তারা বলেন, চাহিদা সম্পন্ন ব্যক্তিদের উন্নয়নের ধারার সাথে সম্পৃক্ত করতে হবে। তবে স্মার্ট বাংলাদেশ সহজ হবে। এসব চাহিদা সম্পন্ন ব্যক্তিদের কর্মসংস্থান সৃষ্টির জন্য সমাজের বিত্তবানদের আহবান জানানো হয়। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad