Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৮-১০-২০২২, সময়ঃ দুপুর ০২:১৯

গাইবান্ধায় মাদকদ্রব্যসহ দুই ব্যবসায়ী গ্রেফতার

গাইবান্ধায় মাদকদ্রব্যসহ দুই ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক ►


গত শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা সদর উপজেলার সার্কিট হাউজ এলাকায় অভিযান চালিয়ে অবৈধ মাদকদ্রব্য ১শ‘ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের সদস্যরা।

গ্রেফতারকৃতদ্বয় মোঃ রঞ্জু মিয়া (৪৪) ও মোঃ তাজুল ইসলাম (৪৫)। উভয়ের বাড়ি সদর উপজেলার দক্ষিন ধানঘড়া গ্রামে। রঞ্জু মিয়া ওই গ্রামের মোঃ মুনছুর আলীর পুত্র এবং তাজুল ইসলাম মোঃ ফরিজুল হকের পুত্র বলে জানা গেছে।

সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি অধিনায়কের পক্ষে মোস্তাফিজুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বিকার করেছে। তাদের সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। আসামীর বিরুদ্ধে গাইবান্ধা জেলার সদর থানায় র‌্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করেছে এবং ধৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad