নিজস্ব প্রতিবেদক ►
গাইবান্ধা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় টিটিসি অফিস চত্বরে বৃহস্পতিবার রাতে তিনদিনব্যাপী বিএমইটি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতো। টিটিসির অধ্যক্ষ প্রকৌ: মো. আব্দুর রহিমের
সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, খোলাহাটি ইউপি চেয়ারম্যান মো. মাছুম হক্কানী, গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. খলিলুর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. মাহফুজুর রহমান প্রমুখ।
টুর্নামেন্ট উপলক্ষে প্রতিপাদ্য বিষয় ছিল ‘থাকবো ভালো, রাখবো ভালো দেশ বৈধ পথে প্রবাসী আয়, গড়ব বাংলাদেশ’। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টিটিসির সিনিয়র ইন্সট্যাক্টর মো. আমির হোসেন আমু।
টুর্নামেন্টে গাইবান্ধা টিটিসি-১, গাইবান্ধা সরকারি কলেজ, গাইবান্ধা টিটিসি-২, গাইবান্ধা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, গণ উন্নয়ন কেন্দ্র, বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ, উত্তরবঙ্গ ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট, যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রসহ জেলার ৮টি দল অংশ গ্রহণ করে।
ফাইনাল খেলায় গণ উন্নয়ন কেন্দ্র দল বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতো বিজয়ী দল ও রানাস আপ দলের হাতে পুরস্কার তুলে দেন।