ক্রীড়া প্রতিবেদক ►
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২২-২৩ এর আওতায় গাইবান্ধা জেলা ক্রীড়া অফিস আয়োজনে শনিবার বিকেলে স্থানীয় অফিসার্স কাবে টেবিল টেনিস প্রশিণের সমাপনী এবং প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. শরীফুল আলম। জেলা ক্রীড়া কর্মকর্তা মো: আলমগীর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউণ্ডেশনের উপ-পরিচালক মো. মিরাজুল ইসলাম। জেলা ক্রীড়া সংস্থার সদস্য সিরাজুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালনা করেন। কোচ হিসেবে দায়িত্বে ছিলেন রাহাত প্রধান। জেলার বিভিন্ন বিদ্যালয়ের ৪০ জন খেলোয়াড় প্রশিণে অংশ গ্রহণ করে।