Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১-৩-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:২৫

গাইবান্ধা সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

গাইবান্ধা সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ►

গাইবান্ধা সরকারি কলেজে আজ বুধবার উৎসব মুখর পরিবেশে ০২ (দুই) দিনব্যাপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ খলিলুর রহমান প্রধান অতিথি হিসেবে ক্রীড়া অনুষ্ঠানটি  উদ্ভোধন করেন এবং অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদেরকে খেলোয়াড় সুলভ মনোভাব ও শৃঙ্খলার সাথে সকল খেলায় অংশ গ্রহণে জন্য আবহান জানান। 

কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো: সবুর উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে বার্ষিক ক্রীড়া কমিটির আহবায়ক ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো: আব্দুর রশিদ, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক এস এম আশাদুল ইসলাম, ক্রীড়া কমিটির অন্যান্য সদস্যবৃন্দ ও বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে ক্রীড়া অনুষ্ঠান উপভোগ করেন। 

বিভিন্ন বিভাগের শিক্ষকও ক্রীড়া শিক্ষক হাসান ফারুক চুড়ান্ত ও বাছাই পর্বের খেলা সমুহ পরিচালনা করেন। দর্শন বিভাগের সহকারী অধ্যাপক জনাব এবিএম জিলুর রহমান অনুষ্ঠানটি সঞ্চালনা ও ধারাভাষ্য প্রদান করেন। অবশিষ্ট খেলা সমূহ আগামী বৃহস্পতিবার তারিখে অনুষ্ঠিত হবে এবং সুবিধাজনক সময়ে সমাপনী খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।   

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad