বিনোদন ডেস্ক ►
টালিউডের আলোচিত ও জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি খোলামেলা পোশাকের জন্য কটাক্ষের মুখে। অভিনয়ে দুর্দান্ত ও নজরকাড়া হলেও প্রায়ই কটাক্ষের মুখে পড়তে হয় তার। আর এর পেছনের কারণ হচ্ছে ব্যক্তিজীবনের সম্পর্ক, নয়তো সোশ্যাল মিডিয়ায় খোলামেলা অবতারে নিজেকে উপস্থাপন।
আজ ১৩ আগস্ট জন্মদিন এ নায়িকার। প্রতি বছর ছেলের সঙ্গে কাটানোর চেষ্টা করেন জীবনের বিশেষ দিনটি। ছেলে নিয়েও একাধিক সময় নানা প্রশ্নের মুখে পড়তে হয়েছে তাকে। স¤প্রতি একটি ছবিতে বোতাম খোলা সাদা শার্টে পোজ দিয়েছেন শ্রাবন্তী।
সেই পোস্টে নেটিজেনদের ভিন্ন ভিন্ন মন্তব্য করতে দেখা গেছে। একজন লিখেছেন, তোমার এসব উন্মুক্ত বক্ষের ছবি তোমার ছেলে দেখে না? কেউ আবার এর থেকেও নেতিবাচকভাবে মন্তব্য করেছেন সেই পোস্টে। ছিঃ ছিঃ, এদের নিজেদেরও কি লজ্জা করে না।