মাধুকর ডেস্ক ►
ইংল্যান্ডের পর বিশ্বকাপ ক্রিকেটে এবার নিউজিল্যান্ডের কাছেও হারলো বাংলাদেশ। চেন্নাইয়ে টপ অর্ডার ব্যাটস্যামনদের দায়িত্বহীন ব্যাটিংয়ের, ছন্দহীন বোলিং এবং ছন্নছাড়া ফিল্ডিংয়ে বাংলাদেশ দল ৮ উইকেটে হেরেছে নিউজিল্যান্ডের কাছে।
আগে ব্যাট করে মুশফিকুর রহিমের হাফ সেঞ্চুরিতে ৯ উইকেটে ২৪৫ রান তোলে বাংলাদেশ। জবাবে, কেইন উইলিয়ামসন ও ড্যারিল মিচেলের জোড়া হাফ সেঞ্চুরিতে নিউজিল্যান্ড জয়ের ধারাবাহিকতা ধরে রাখে। ম্যাচ সেরা হন জন লকি ফার্গুসন।
ভারতের ধর্মশালা থেকে চেন্নাইয়ের দুরত্ব প্রায় ২ হাজার ৭’শ কিলোমিটার। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে এতটা পথ পেরিয়ে উত্তর থেকে ভারতের দক্ষিণ প্রান্তে এসেও বাংলাদেশ নিজেদের ভাগ্য বদলাতে পারেনি। বিশ্বকাপ ক্রিকেটে নিজেদের তৃতীয় খেলাতে পারেনি কাঙ্খিত জয়ের পথে হাঁটতে।
এম চিদাম্বরম স্টেডিয়ামে প্রতিপক্ষ বদলালেও পরাজয়ের চিত্রনাট্য বদল হয়নি বাংলাদেশের। ব্যাটিং উইকেটে সুন্দর শুরুর প্রত্যাশা সবাই যেখানে চেয়েছিলো, সেখানে বাংলাদেশ শুরুই করে হতাশা দিয়ে। আর এই হতাশা শুরু হয় লিটনের হাত ধরে। নিজের জন্মদিনটা ম্লান করে ইনিংসের প্রথম বলেই অপ্রয়োজনীয় শট খেলে দলকে বিপদে ফেলে আসেন লিটন। বাংলাদেশকে হতাশায় পুড়িয়ে সহজ জয় নিয়ে নিউজিল্যান্ড মাঠ ছাড়ে। তাতে বিশ্বকাপ ক্রিকেটে কিউইদের বিপক্ষে ৬টি ম্যাচ খেলে সবকটিতেই পরাজয় সঙ্গী হয় বাংলাদেশের।