মাধুকর ডেস্ক ►
আফগানিস্তানকে হারিয়ে এবারের বিশ্বকাপ বেশ ভালোভাবেই শুরু করেছে বাংলাদেশ। এবার লক্ষ্য ইংরেজদের হারানো। আজ (মঙ্গলবার) বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। ভারতের ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় মাঠে নামবে সাকিব আল হাসানের দল।
মাঠে নামার আগে অবশ্য গতকাল সোমবার ধর্মশালায় নিজেদের শেষ সময়ের অনুশীলন সেরেছে বাংলাদেশ। অনুশীলনে নিজেদের গত ম্যাচের ভুলগুলো নিয়ে কাজ করেছেন ক্রিকেটাররা।
তবে এই ম্যাচের আগেও বাংলাদেশ দলে থেকেই যাচ্ছে ওপেনিং সমস্যা। দুই ওপেনারের কেউই পারফর্ম করতে পারছেন না। শ্রীলঙ্কার সঙ্গে প্রস্তুতি ম্যাচ বাদ দিলে ব্যাট হাতে একেবারেই নাজুক অবস্থা পার করছেন লিটন কুমার দাস। যে কারণে টিম ম্যানেজমেন্টের চিন্তার কারণ ওপেনিং পজিশন। বাকি অন্য পজিশনগুলোতে বেশ ভালো মতোই এগিয়ে আছে সাকিবরা। বাকিটা মাঠে প্রয়োগ করার পালা।