• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২-৪-২০২৪, সময়ঃ বিকাল ০৪:৫৪
  • ৪৫ বার দেখা হয়েছে

আড়াই ঘণ্টা পর বগুড়ায় বহুতল মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

আড়াই ঘণ্টা পর বগুড়ায় বহুতল মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

বগুড়া সংবাদদাতা

বগুড়া শহরের বহুতল মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার (২ এপ্রিল) দুপুর ১টার দিকে শহরের সাতমাথায় মেরিনা নদীবাংলা কমপ্লেক্সের ছয় তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বগুড়া সদর, কাহালু, গাবতলী শাজাহানপুরসহ পাঁচটি স্টেশনের মোট ৯টি ইউনিট প্রাই আড়াই ঘণ্টা কাজ করে বিকেল সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। 

স্থানীয় ওষুধ ব্যবসায়ী মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান জানান, মার্কেটটির ছয় তলায় ওষুধের গোডাউন হিসেবে ব্যবহার হয়। এখানে অন্তত চল্লিশটি গোডাউন রয়েছে। এর মধ্যে সাইদুর রহমানের অভি মেডিসিন সবচেয়ে বড় গোডাউন। সেখানে আগুন লেগেছে। 

বগুড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ম‌ঞ্জিল হক বলেন, প্রায় আড়াই ঘণ্টা কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস এখনো কাজ করছে। পুরো ভবনটি আমরা ঘুরে দেখেছি এখানে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল। আগুনের সূত্রপাত তদন্ত সাপেক্ষে বলা হবে। এ ঘটনায় কোনো হতাহ‌তের ঘটনা ঘ‌টে‌নি বলে জানান এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়