• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১০-৫-২০২৩, সময়ঃ সকাল ০৯:২৮
  • ৪৯ বার দেখা হয়েছে

আসলেই কি সৌদি কাবে যাচ্ছেন মেসি

আসলেই কি সৌদি কাবে যাচ্ছেন মেসি

স্পোর্টস ডেস্ক ►

সৌদির একটি কাবের সঙ্গে মেসির চুক্তি হয়ে গেছে ফরাসি সংবাদ সংস্থা এএফপির এমন এক খবরে ফুটবলবিশ্বে হইচই। খবরটা যখন লিওনেল মেসির দলবদল নিয়ে, তখন তো দুনিয়ার অন্য সব সংবাদমাধ্যমের হুমড়ি খেয়ে পড়াটাও স্বাভাবিক। যেমনটা হয়েছে মঙ্গলবার দিনভর। এএফপি নাম প্রকাশ না করার শর্তে এক কাবকর্তার মন্তব্য দিয়ে সংবাদ ছাপিয়েছে। যেখানে ওই কর্তা দাবি করেন, মেসির সঙ্গে সৌদি কাবের চুক্তি এরই মধ্যে হয়ে গেছে। তিনি এই জুনের পরই প্যারিস ছেড়ে সৌদিযাত্রা করবেন। আর পরের মৌসুমে মেসিকে দেখা যাবে সৌদির প্রো লিগে। কিন্তু এর কয়েক ঘণ্টা পরই এক বিবৃতিতে খবরটি ভুয়া বলে জানান মেসির বাবা ও তাঁর ব্যক্তিগত এজেন্ট হোর্হে মেসি।

চুক্তি দূরে থাক, সৌদি বা বিশ্বের কোনো কাবের সঙ্গে কথাও হয়নি মেসির। তাঁরা বিষয়টি নিয়ে মৌসুম শেষ হলেই সিদ্ধান্ত নেবেন। যেমনটা ওই বিবৃতিতে জানান মেসির বাবা, ‘কোনো কাবের সঙ্গেই কোনো চুক্তি হয়নি আমাদের। আমরা এটা ঠিক করব মৌসুম শেষ হওয়ার পর। দেখুন, মেসি এখন পিএসজির খেলোয়াড়। এই সময়ে অন্য কারও সঙ্গে কথা বলা আইনসিদ্ধ নয়। তাই মৌসুম শেষ না হওয়া পর্যন্ত আমরা কিছু বলতে চাচ্ছি না। আসলে লিওর নাম ব্যবহার করে প্রায়ই অনেক কিছু রটানো হয়। তবে আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি, কারও সঙ্গে কোনো চুক্তি হয়নি, এমনকি মৌখিক কোনো আলোচনাও। আমি বলব, এটা একেবারে ভুয়া সংবাদ। কোনো প্রকার প্রমাণ হাতে না নিয়ে এসব সংবাদমাধ্যম খবর ছাপিয়ে দিল।’

মেসির বাবার এমন বার্তার আগেই অবশ্য তাঁর সৌদিযাত্রার খবরটি নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। আর মুহূর্তে সেটি লুফেও নেয় খেলাধুলাবিষয়ক আর দশটা নামকরা পোর্টাল। গোল ডটকম, ইএসপিএন, স্কাই স্পোর্টস, ডেইলি মেইল, ব্লেচার, দ্য সানসহ চেনাজানা একাধিক সংবাদমাধ্যম ফলাও করে খবরটি প্রকাশ করে। যারা কিনা সংবাদে এএফপিকে সোর্স হিসেবে ব্যবহার করে। যদিও বাতাস অন্যদিকে বইতে দেখা যায়। দলবদল নিয়ে দুনিয়া কাঁপানো সব ‘ব্রেকিং নিউজ’ দেওয়া সাংবাদিকরা তাঁদের নিজ নিজ সোর্স থেকে জানান ভিন্ন ভিন্ন খবর। কাতালুনিয়া রেডিও তাদের সূত্রের বরাত দিয়ে জানায়, ‘মেসিকে আনার জন্য লা লিগার সঙ্গে যে আলোচনা করেছে বার্সা, সেটা ফলপ্রসূ হয়েছে। এরই মধ্যে লিগপ্রধান তেবাস গ্রিন সিগন্যাল দিয়েছেন। আর তাদের দিক থেকে ইতিবাচক সাড়া পেয়ে অর্থ জোগানে নেমেছে কাতালানরা।’ এরপর দলবদল নিয়ে নিয়মিত ঠিকঠাক খবর প্রকাশ করা ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর টুইট। তিনি বলেন, ‘মেসির দলবদল ইস্যুটির কোনো পরিবর্তন হয়নি। আমি যতদূর জেনেছি, চূড়ান্ত সিদ্ধান্ত তিনি একেবারে মৌসুমের শেষদিকে নেবেন। তবে আল হিলাল জোর চেষ্টা চালাচ্ছে আর বার্সাও তাদের আর্থিক অসংগতি দূর করে মেসিকে নিতে চাইছে।’ অনেকটা তাঁর সঙ্গে সুর মিলিয়ে স্প্যানিশ সাংবাদিক জেরার্ড রোমেরোও বলেন, ‘মেসি এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তাঁর প্রথম পছন্দ বার্সায় পিরে আসা। আমি বলব, এমন সম্ভাবনা প্রায় ৮০ ভাগ।’ ফরাসি প্রভাবশালী দৈনিক এল ইকুয়েপে এমন খবর উড়িয়ে দেয়। তারা জানায়, ‘মেসির সঙ্গে আল হিলাল ১ মে শেষ মিটিং করেছিল। তখন তারা নতুন করে একটা প্রস্তাব দেয়, যা নিয়ে মেসি পুরোপুরি সম্মতি দেয়নি। কিছুটা সময় চান তিনি। বলা যায়, মৌখিকভাবে কথাবার্তা হয়েছে, কোনো কিছুই এখনও চূড়ান্ত নয়।’

যাক, দেরিতে হলেও গুঞ্জনটা হাওয়ায় মিলে গেল। মেসিও শিগগিরই মাঠে নামবেন। আরএমসি স্পোর্টস জানিয়েছে, মা চাওয়ার পর পিএসজি অনেকটাই নমনীয় হয়ে যায়। তাই ফরাসি কাবটি তাদের পরের ম্যাচে ১৩ মে আজাসিওর বিপে মেসিকে নামিয়ে দিতে পারে।

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়