Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৬-১০-২০২৩, সময়ঃ বিকাল ০৪:৩০

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

মাধুকর ডেস্ক ►

সাবেক বিশ্ব চ্যাম্পিয়ান অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দারুণ শুরু করেছে শ্রীলঙ্কা। প্রথম ১০ ওভারে বিনা উইকেটে ৫১ রানে করেছে। দলের ওপেনিং ব্যাটসম্যান পাতুম নিশানকা ২২ রানে এবং কুশাল পেরাররা ২৪ রানে অপরাজিত আছেন। 

এর আগে হারের বৃত্ত ভাঙতে মাঠে নেমেছে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন। অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে এ ম্যাচে মূল্যবান দুই পয়েন্ট পেতে চাইবে দুই দলই। 

আজ সোমবার (১৬ অক্টোবর) দুপুরে লক্ষ্ণৌতে বাংলাদেশ সময় বেলা ২টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হয়। 

ম্যাচটিতে লঙ্কান শিবিরে দুটি পরিবর্তন রয়েছে। দাসুন শানাকার বদলে খেলবেন চামিকা করুনারতেœ এবং লাহিরু কুমারা খেলবেন মাথিশা পাথিরানার পরিবর্তে। 

অপরদিকে অজি শিবিরে কোনো পরিবর্তন আনা হয়নি। 

অন্যদিকে, শ্রীলংকাও এই বিশ্বকাপে এখনো জয়ের দেখা পায়নি। ইনজুরির কারণে শ্রীলংকার নিয়মিত অধিনায়ক দাশুন শানাকা বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে। পরবর্তী ম্যাচগুলোয় দলকে নেতৃত্ব দেবেন কুশাল মেন্ডিস। অজিদের বিপক্ষে জয় দিয়ে আসরের ঘুড়ে দাঁড়ানোর লক্ষ্য লঙ্কানদের। এখন পর্যন্ত দুই দল বিশ্বকাপ ক্রিকেট আসরে ১১ বার মুখোমুখি হয়েছে। যেখানে অস্ট্রেলিয়ার ৮ জয়ের বিপরীতে শ্রীলঙ্কার ২ জয়। একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad