Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২২ ঘন্টা আগে
  • ১০ বার দেখা হয়েছে

রংপুরে পিলারে বেঁধে এক নারীকে গণপিটুনি

রংপুরে পিলারে বেঁধে এক নারীকে গণপিটুনি

রংপুর সংবাদদাতা ►

রংপুরে বিদ্যুৎ এর পিলারে বেধে এক নারীকে বেধরক গণপিটুন দিয়েছে জনতা। তার বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ এনে এমন ঘটনা ঘটানো হয়। পিটুনীর একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। রোববার দুপুরের দিকে রংপুর নগরীর মেডিকেল মোড় ফল দোকান চত্বরে এই ঘটনাটি ঘটেছে।

ভিডিওতে দেখা যায়, ওই নারীকে বিদ্যুৎ এর পিলারের সাথে দঁড়ি দিয়ে বাধা হয়েছে। অনেক লোকের সমাগম। সেখানে পুরুষের পাশাপাশি নারীও রয়েছে। এরপর চুল ও দাড়িতে মেহেদী রঙ করা এক পঞ্চাশোর্ধ্ব ব্যক্তি লাঠি দিয়ে সজোরে আঘাত করছেন ওই নারীক। এমন সময় কেউ একজন বলছেন, “মারিয়েন না, মারিয়েন না”। এমন কথা শুনে লাঠি হাতে আঘাতকারী খুব রাগান্বিত ভাবে পিছনে ঘুরে তাকায় মারতে নিষেধকারীর দিকে।

আবার অনেকে শুধু ওই নারীর হাতে মারার জন্য বলতে থাকে। পঞ্চাশোর্ধ্ব ব্যক্তির আঘাত করা শেষ হলে লাল জ্যাকেট পরিহিত এক ব্যক্তি শুধু ওই নারীর হাতে আঘাত করা শুরু করে। এভাবেই গণপিটুনি দেওয়া হয় ওই নারীকে। ভাইরাল ভিডিওতে গণপিটুনির শিকার ওই নারীর কোন ঠিকানা কিংবা পরিচয় পাওয়া যায়নি।

এ বিষয়ে রংপুর নগরীর ধাপ পুলিশ ফাঁড়ির এসআই জিয়া ইসলাম জানান, ঘটনাটি শুনেছি। কিন্তু ওই নারীকে কেউ ফাঁড়িতে দেয়নি কিংবা এ বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad