
গাইবান্ধায় ১০ দলীয় জোটের নির্বাচনী মতবিনিময়—ছবি: মাধুকর।
নিজস্ব প্রতিবেদক►
আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধায় ১০ দলীয় জোটের নেতৃবৃন্দের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের ডেভিট কোম্পানি পাড়ায় অবস্থিত জেলা জামায়াতের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন নির্বাচন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নেতৃবৃন্দ বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সেইসঙ্গে জোটের প্রার্থীকে বিজয়ী করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
মতবিনিময় সভায় জেলা জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা ছাড়াও ১০ দলীয় জোটভুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এবার ইসলামী দলগুলোর সুযোগ এসেছে নির্বাচনে জিতে রাষ্ট্র পরিচালনা করার। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়া জরুরি। একই সঙ্গে নির্বাচনী মাঠে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় আরও বলা হয়, জনগণের মৌলিক অধিকার, সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে ১০ দলীয় জোটের ঐক্য আরও সুদৃঢ় করা প্রয়োজন। বক্তারা আশা প্রকাশ করেন, ঐক্যবদ্ধ আন্দোলন ও কার্যক্রমের মাধ্যমে দেশকে একটি গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনা সম্ভব হবে।
জামায়াতের গাইবান্ধা সদর উপজেলা আমির মাওলানা নুরুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা আমির এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের মনোনীত প্রার্থী আব্দুল করিম সরকার, জেলা সহকারী সেক্রেটারি ফয়সাল কবির রানা, শহর আমির অধ্যাপক ফেরদৌস আলম, ছাত্রশিবিরের জেলা সভাপতি ফেরদৌস সরকার রুম্মন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য ফিহাদুর রহমান দিবস, খেলাফত মজলিসের জেলা সভাপতি আব্দুল হামিদ, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির জেলা সভাপতি সুলতান মাহমুদ, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি মুফতি ইউসুফ কাশেমী, ইসলামী আন্দোলনের সদর উপজেলা সাধারণ সম্পাদক শেখ হেলাল উদ্দিন প্রমুখ।