Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২২-১১-২০২৫, সময়ঃ সন্ধ্যা ০৬:১৫
  • ২৭ বার দেখা হয়েছে

দিনাজপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে একই পরিবারের চারজন নিহত

দিনাজপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে একই পরিবারের চারজন নিহত

সুলতান মাহমুদ, দিনাজপুর►

দিনাজপুর সদরের দক্ষিণ কোতোয়ালীর কুতইর গ্রামে নেমে এসেছে গভীর শোক। এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনের মৃত্যুতে স্তব্ধ হয়ে গেছে পুরো এলাকা। অষ্টম শ্রেণীর ছাত্রী সাদিয়া আক্তার—যে পরীক্ষার আগে আশীর্বাদ নিতে নানাবাড়িতে এসেছিল—আর কখনোই বসতে পারবে না পরীক্ষার হলে। ফিরতে পারবে না মায়ের স্নেহমাখা কোলে।

মাত্র একদিন আগেও তার ছিল শিশুসুলভ আনন্দ। বাবাকে বলেছিল—ফাইনাল পরীক্ষা শেষ হলে আমাদের ঘুরতে নিয়ে যাবে, বাবা। কিন্তু সেই স্বপ্ন আজ শুধুই বেদনার স্মৃতি।

২৩ নভেম্বর থেকে শুরু হওয়া ফাইনাল পরীক্ষার আগে ছোট বোন স্বাম্মী আক্তার (৭) কে নিয়ে নানাবাড়ি আসে সাদিয়া। নানী মর্জিনা বেগম (৫০), মামি তানজিমা খাতুন (৩১) এবং পরিবারের প্রবীণ সদস্য মকবুল ইসলাম (৭৯)–সবাই মিলে কান্তনগর মেলায় যাওয়ার পরিকল্পনা করেন। স্থানীয় অটোচালক রুবেল হোসেনের অটোরিকশায় রওনা দেন তারা।

কিন্তু মেলায় পৌঁছানোর আগেই দশ মাইল এলাকায় গম গবেষণা কেন্দ্রের সামনে ঘটে যায় সেই অপ্রত্যাশিত মৃত্যুবাহী সংঘর্ষ। যাত্রীবাহী বাসের মুখোমুখি অটোরিকশা ধাক্কা দিলে মুহূর্তেই প্রাণ হারান চারজন। দুটি শিশুসহ একই পরিবারের একসঙ্গে চারজনের মৃত্যুতে এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া।

খবর পেয়ে বাকরুদ্ধ বাবা আব্দুল সালাম ছুটে আসেন হাসপাতালে। অসহায় কান্নায় বারবার মূর্ছা যাচ্ছেন তিনি। যে দুই মেয়ে গতকালই তার অনুমতি নিয়ে নানাবাড়ি এসেছিল, আজ তাদের নিথর দেহ শুয়ে আছে মর্গে—শেষ বিদায়ের অপেক্ষায়।

পুরো কুতইর গ্রামজুড়ে চলছে শোকের মাতম। কেউই বিশ্বাস করতে পারছে না—একদিনে একটি পরিবার হারাল চারজন প্রিয়জনকে। মেধাবী ছাত্রী সাদিয়া—যে পরিবার ও স্কুলের গর্ব ছিল—আজ আর কখনো বিদ্যালয়ের বেঞ্চে বসবে না। দুই নাতনির মৃত্যুতে শোকে পাথর হয়ে গেছেন মা।

দিনাজপুর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) মনিরুজ্জামান বলেন, দশ মাইল এলাকায় বাস–অটোর মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পোস্টমর্টেম শেষে দ্রুত পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে, আইনি প্রক্রিয়া অব্যাহত আছে।

দিনাজপুর বিআরটিএ এর পরিদর্শক শফিকুল ইসলাম জানান, একই পরিবারের চারজনের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। নির্ধারিত ফরম পূরণ করে আবেদন করলে ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad