
নিজস্ব প্রতিবেদক►
জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদকে গাইবান্ধা প্রেসক্লাবের উদ্যোগে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে প্রেসক্লাব মিলনায়নে আয়োজিত অনুষ্ঠানে তাকে এ সংবর্ধনা দেয়া হয়।
সকালে জেলা প্রশাসক প্রেসক্লাব চত্বরে পৌঁছলে তাকে গণমাধ্যমকর্মীরা উষ্ণ অভ্যর্থনা জানান।
পরে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুনের সভাপতিত্বে জেলা প্রশাসককে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা কেএম রেজাউল হক, সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, সহ-সভাপতি জোবায়ের আলী, শফিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রোকনুজ্জামান রোকন, কুদ্দুস আলম, জাভেদ হোসেন, মিলন খন্দকার, সাংগঠনিক সম্পাদক রজতকান্তি বর্মন, কোষাধক্ষ আব্দুল মান্নান চৌধুরী, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক উত্তম সরকার, ক্রীড়া সম্পাদক শামসুজ্জোহা, নির্বাহী সদস্য রেজাউল হক মিতা, গোলাম রব্বানী মুসা, ফিরোজ কবির মিলন, খায়রুল ইসলাম, লালচান বিশ্বাস সুমন, রিয়ন ইসলাম রকি, জোবায়দুর রহমান জুয়েল প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ বলেন, কর্মকালে সাংবাদিকদের কাছ থেকে সবসময়ই সহযোগিতা পেয়েছি। এজন্য সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞ।
তিনি বলেন, গাইবান্ধার মানুষ যেমন সহজ সরল, তেমনি সাহসী। গাইবান্ধার উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখার জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহবান জানান। অনুষ্ঠানে সাংবাদিকদের পক্ষ থেকে বিদায়ী জেলা প্রশাসককে ফুল, ক্রেস্ট প্রদান করা হয়।