Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ৩৬ বার দেখা হয়েছে

সাঘাটায় রোপা আমন ধানের নমুনা শস্য কর্তন

সাঘাটায় রোপা আমন ধানের নমুনা শস্য কর্তন

মোস্তাফিজুর রহমান, সাঘাটা►

গাইবান্ধার সাঘাটা উপজেলার টেপা পদুমশহর ব্লকে অনুষ্ঠিত হয়েছে নমুনা শস্য কর্তন কর্মসূচি। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ কার্যক্রমে মাঠে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার মামুনুর রশীদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা হাসানুর রহমান, স্থানীয় কৃষক আব্দুল কুদ্দুস খান, নুরুল ইসলাম সরকার, আজাদুল ইসলাম ও দুলাল হোসেন।

এই নমুনা শস্য কর্তনের মাধ্যমে চলতি মৌসুমে রোপা আমন ১০৩ ধানের গড় উৎপাদন নির্ণয়ের কাজ সম্পন্ন করা হয়। 

কৃষকরা জানান, অনুকূল আবহাওয়া ও সময়মতো সার ও সেচ সুবিধা পাওয়ায় এ মৌসুমে ধানের ফলন আশানুরূপ হয়েছে।

কৃষি সম্প্রসারণ অফিসার মো. মামুনুর রশীদ বলেন, “নমুনা কর্তনের মাধ্যমে এলাকার গড় ফলন নির্ধারণ করা হয়, যা পরবর্তীতে উৎপাদন পরিসংখ্যানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

অনুষ্ঠানে গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) শিক্ষানবিশ শিক্ষার্থীরাও অংশ নেন। তারা মাঠপর্যায়ে ধান কর্তন ও ফলন নির্ণয়ের প্রক্রিয়া ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad