
নিজস্ব প্রতিবেদক►
এসকেএস হাসপাতাল পরিদর্শন করেছেন গাইবান্ধার সিভিল সার্জন ডা. মো. রফিকুজ্জামান। মঙ্গলবার (১১ নভেম্বর) তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ এবং এসকেএস চক্ষু হাসপাতালের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।
পরিদর্শন শেষে হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।
এসময় সিভিল সার্জন বলেন, গাইবান্ধা জেলায় মানসম্মত চিকিৎসাসেবা প্রদানের ক্ষেত্রে এসকেএস অন্যতম ভূমিকা রাখছে। দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য হাসপাতালটি স্বল্প খরচে সহনীয় চিকিৎসাসেবা অব্যাহত রাখবে বলে তিনি প্রত্যাশা করেন।
এসকেএস চক্ষু হাসপাতালে আধুনিক যন্ত্রপাতির সমন্বয় ঘটিয়ে এই জনপদের মানুষের সামর্থে্যর মধ্যে জটিল চিকিৎসা ও অপারেশনে এসকেএস হাসপাতালকে আরো ভূমিকা রাখার জন্য আহ্বান জানান তিনি।
পরিদর্শনকালে ডা. মো. হারুন অর রশিদ (এম ও করডিনেটর)-সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।