
আমিনুল হক, ফুলছড়ি►
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় দুর্বৃত্তের হামলায় খোকা মিয়া (৪৫) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে দুলাল মাঝি (৪৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।
উপজেলার গজারিয়া ইউনিয়নের ঝানঝাইর ডাকুমারী গ্রামে বুধবার (৫ নভেম্বর) ভোর রাতে এ ঘটনা ঘটে। নিহত খোকা মিয়া ওই গ্রামের রশিদ সরকারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোররাতে হঠাৎ ‘গুলির মতো’ একটি শব্দ শুনতে পান স্থানীয়রা। পরে বাড়ির পাশের রাস্তার পাশে খোকা মিয়ার নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন তারা। সকালে ফুলছড়ি থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, খোকা মিয়ার মাথায় ভারী বস্তুর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে কোনো গুলির ঘটনা ঘটেনি।
ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে, শক্ত কিছু দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে দুলাল মাঝি (৪৫) নামে একজনকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান থানা পুলিশের এই শীর্ষ কর্মকর্তা।