Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৭ ঘন্টা আগে
  • ৭২ বার দেখা হয়েছে

সাদুল্লাপুরে ‘শক্তিশালী স্থানীয় সরকার চাই’ শীর্ষক মতবিনিময় সভা

সাদুল্লাপুরে ‘শক্তিশালী স্থানীয় সরকার চাই’ শীর্ষক মতবিনিময় সভা

তাজুল ইসলাম রেজা, সাদুল্লাপুর►

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ‘শক্তিশালী স্থানীয় সরকার চাই’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) বিকালে উপজেলার ফরিদপুর ইউনিয়নের আহম্মদ নগর মাদ্রাসা মাঠে ‘গণতন্ত্র ও উন্নয়নে আমাদের স্থানীয় সরকার’ নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের এ সভার আয়োজন করে। 

এতে অংশ নেন  উপজেলার ১১ ইউনিয়নের বর্তমান ও সাবেক চেয়ারম্যান এবং সদস্যগন। 

সভাপতিত্ব করেন সংগঠনটির সমম্বয়ক ও সাদুল্লাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম খাদেমুল ইসলাম খুদি। মুল প্রবন্ধ পাঠ করেন মোহাম্মদ আমিন। 

বক্তব্য রাখেন খোর্দ্দকোমরপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নওশা আলম, জামালপুর ইউনিয়নের সদস্য নূরুন্নবী সরকার, সাংবাদিক তাজুল ইসলাম ও ফিরোজ কবীর মিলন, ফরিদপুর ইউনিয়নের সদস্য শাহানুর রহমান,  সংগঠনটির সদস্য আব্দুল কাহার আহমেদ শাহীন মিয়া ও শফিজল ইসলাম প্রমূখ। 

বক্তারা বলেন, দীর্ঘ দু’শ বছরের ব্রিটিশ ঔপনিবেশিক শাসন আর পাকিস্তানী শাসন শোষনের লড়াই সংগ্রামের পরিণতিতে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে স্বাধীন বাংলাদেশের যাত্রা শুরু হয়। স্বাধীনতার পর বার বার গনতান্ত্রিক ধারা ব্যাহত হওয়ার কারণে সেই স্বপ্ন-আকাঙ্খা হোচট খেতে থাকে। যার ছায়া পড়ে রাষ্ট্র ব্যাবস্থার সকল স্তরে। সেখানে জনঅংশগ্রহণের পরিবর্তে আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ, অপচয়, দুর্নীতি, স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব, কখনও কখনও ক্ষুদ্র দলীয় স্বার্থ এবং ক্ষমতা কেন্দ্রীভূত করার প্রবণতাই প্রধান্য পেতে থাকে। এসব কারণে স্থানীয় সরকার ব্যবস্থা প্রায় অকার্যকর হয়ে পড়েছে। 

বক্তারা আরও বলেন, দেশের সামগ্রিক উনয়নের সুফল সকলের কাছে পৌঁছে দিতে হলে স্থানীয় সরকার ব্যবস্থাকে ক্ষমতায়িত ও শক্তিশালী করার কোন বিকল্প নাই। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad