Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ২২ বার দেখা হয়েছে

নারী নির্যাতন ও সামাজিক অনাচার প্রতিরোধে ফুলছড়িতে মতবিনিময় সভা

নারী নির্যাতন ও সামাজিক অনাচার প্রতিরোধে ফুলছড়িতে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক►

নারী ও কন্যার প্রতি নির্যাতন এবং সামাজিক অনাচার প্রতিরোধে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় তৃণমূল পর্যায়ে নারী ও পুরুষদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ (বৃহস্পতিবার, ১৪ আগস্ট) বিকেল ৪টায় বাংলাদেশ মহিলা পরিষদ, গাইবান্ধা জেলা শাখার আয়োজনে ফুলছড়ি উপজেলার গজারিয়ায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সভায়  বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার সভাপতি মাহফুজা খানম মিতা, লিগ্যাল এইড সম্পাদক নিয়াজ আক্তার, বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার সদস্য বিথী বেগম, তৃণমূল সদস্য মঞ্জুয়ারা বেগম, সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন, সমাজ সেবক মশিউর রহমানসহ অন্যরা। 

বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার সভাপতি মাহফুজা খানম মিতা বলেন, পারিবারিক মূল্যবোধের অভাব এবং ইন্টারনেট ও গণমাধ্যমের সহজ লভ্যতার দরুন অশ্লীল সিনেমা, ভিডিও ক্লিপ খুব সহজেই মানুষের হাতে হাতে ছড়িয়ে পড়ছে। এর যেমন ইতিবাচক দিক আছে তেমনি এর নেতিবাচক প্রভাবের ফলে ব্যাভিচার, ধর্ষণসহ নারী ও কন্যার প্রতি নির্যাতন, নিপীড়ন ইত্যাদি বেড়েছে। তিনি নারী ও কন্যার প্রতি নির্যাতন বন্ধ এবং সামাজিক অনাচার প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

লিগ্যাল সম্পাদক নিয়াজ আক্তার ইয়াসমিন বলেন, দুর্নীতি-দুরাচার, হারাম উপার্জন, সুদ-ঘুষ, পাচার এখন খুব সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, তেমনি নারী নির্যাতন বেড়ে চলেছে। তিনি নারীদের প্রতি নির্যাতন বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন ও বাস্তব পদক্ষেপ গ্রহনের দাবি জানান। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad