Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২০ ঘন্টা আগে
  • ৯০ বার দেখা হয়েছে

তারাগঞ্জে জামাই-শ্বশুরকে পিটিয়ে হত্যার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন

তারাগঞ্জে জামাই-শ্বশুরকে পিটিয়ে হত্যার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক►

রংপুরের তারাগঞ্জ উপজেলায় ‘ভ্যান চোর সন্দেহে’ মব সন্ত্রাসের মাধ্যমে জামাই-শ্বশুরকে পিটিয়ে হত্যার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন হয়েছে। গাইবান্ধা রবিদাস ফোরাম (জিআরএফ)’র উদ্যোগে আজ (মঙ্গলবার, ১২ আগস্ট) বেলা ১১টার দিকে শহরের গানাসাস মার্কেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, দেশে একের পর এক মব সন্ত্রাসের ঘটনা বেড়েই চলেছে। এই ঘটনা জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা ও নাগরিক অধিকারের ওপর আঘাত। বক্তারা ভুক্তভোগী পরিবারগুলোর সুরক্ষা ও পুনর্বাসনের ব্যবস্থা করা এবং প্রশাসনের উদাসীনতার তদন্ত করার দাবি জানান। সেইসঙ্গে রাষ্ট্রীয় পর্যায়ে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি বারবার সংঘটিত সহিংসতার বিরুদ্ধে দীর্ঘমেয়াদি প্রতিরোধ নীতি প্রণয়ন, অনতিবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন এবং রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বকে সাম্প্রদায়িক উসকানি থেকে বিরত থাকার আহ্বান জানান বক্তারা।

বাংলাদেশ রবিদাস ফোরামের সভাপতি সুনিল রবিদাসের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন জনউদ্যোগের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যাণ ফ্রন্টের জেলা সভাপতি বিপুল কুমার দাস, সংস্কৃতিকর্মী ও শিক্ষক রনজিত সরকার, বাংলাদেশ রবিদাস ফোরামের জেলা সাধারণ সম্পাদক খিলন রবিদাস, সদর উপজেলা সভাপতি জীবন রবিদাস, সদর উপজেলার সাধারণ সম্পাদক সুজন রবিদাস, ফুলছড়ি উপজেলার সভাপতি সুবল রবিদাস, অধীর রবিদাস, অমল রবিদাস, কমল রবিদাস, নিশিতা রানী, মাধবী রানী সরকার প্রমুখ।  

এর আগে, গত শনিবার (৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে মিঠাপুকুর উপজেলার ছরান বালুয়া এলাকা থেকে ভাগনির স্বামী প্রদীপ লালকে (৩৫) নিয়ে ভ্যানে করে বাড়ি (তারাগঞ্জে) ফিরছিলেন রুপলাল দাস (৪০)। পথে সয়ার ইউনিয়নের বুড়িরহাট বটতলা মোড়ে জামাই-শ্বশুরকে ‘ভ্যান চোর সন্দেহে’ পিটিয়ে গুরুতর আহত করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad