Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৩-৮-২০২৫, সময়ঃ বিকাল ০৫:২১
  • ৬৫৬ বার দেখা হয়েছে

সাদুল্লাপুরে খাবারের টাকা চাওয়ায় বাগবিতণ্ডা, দোকানীসহ গুলিবিদ্ধ ২

সাদুল্লাপুরে খাবারের টাকা চাওয়ায় বাগবিতণ্ডা, দোকানীসহ গুলিবিদ্ধ ২

নিজস্ব প্রতিবেদক ও সাদুল্লাপুর প্রতিনিধি►

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় খাবারের টাকা চাওয়ায় ওয়াসিম আকন্দ (১৮) নামে এক দোকানীকে গুলি করেছে গোলাপ প্রামাণিক (৩৫) নামে এক যুবক। এসময় বাঁধা দিতে এগিয়ে গেলে গোলাপের ভাবী সেলিনা বেগমও (২৬) গুলিবিদ্ধ হয়েছেন।

আজ (বুধবার, ১৩ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার খোর্দ্দকোমরপুর নাপিতের বাজারে এ ঘটনা ঘটে। 

গুলিবিদ্ধ ওয়াসিম ওই বাজারের হোটেল ব্যবসায়ী ও পার্শ্ববর্তী ইদিলপুর ইউনিয়নের দক্ষিণ চকদাড়িয়া গ্রামের সিদ্দিক আকন্দের ছেলে এবং গুলিবিদ্ধ সেলিনা বেগম একই গ্রামের আব্দুল মজিদের স্ত্রী। অন্যদিকে গোলাপ প্রামাণিক ওই গ্রামের মৃত তয়েজ উদ্দিন প্রামাণিকের ছেলে।

আহতরা জানায়, একই এলাকার গোলাপ প্রামাণিকসহ দুইজন তাদের দোকানে এসে খাঁজা নেয়। পরে টাকা চাইলে তাদের সাথে বাগবিতণ্ডা ও ধাক্কাধাক্কি হয়। পরে তারা বাড়িতে চলে যায়। গোলাপ কিছুক্ষণ পর ফিরে এসে আমাকে গুলি করে। বাঁচাতে এলে গোলাপ তার ভাবীকেও গুলি করে। এসময় এলাকাবাসীর ভীড় জমলে ফাঁকা গুলি ছুড়ে তারা পালিয়ে যায় গোলাপ। পরে আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ওয়াসিম হাসপাতালে চিকিৎসাধীন আর গোলাপের ভাবী চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়ে চলে গেছে। তবে এখন পর্যন্ত পুলিশ অস্ত্র উদ্ধার কিংবা ওই দুজনকে আটক করতে পারেনি।

সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার বলেন, এ ঘটনায় জড়িতদের ধরতে চেষ্টা চলছে। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad