Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২২ ঘন্টা আগে
  • ৬৪ বার দেখা হয়েছে

সাঘাটার জুমারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গ্রেপ্তার

সাঘাটার জুমারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গ্রেপ্তার

মোস্তাফিজুর রহমান, সাঘাটা►

গাইবান্ধার সাঘাটা উপজেলায় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে ৮ নং জুমারবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমিনুল ইসলামকে।

আজ (বৃহস্পতিবার, ৩১ জুলাই) দুপুরে সাঘাটা উপজেলা পরিষদের হলরুমে ৬ষ্ঠ উপজেলা পরিষদের সাধারণ সভা শেষে বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা তাকে গ্রেপ্তার করে। পরে তাকে সাঘাটা থানায় হস্তান্তর করা হয়।

গ্রেপ্তার আমিনুল ইসলাম জুমারবাড়ী ইউনিয়নের আমদিরপাড়া গ্রামের বাসিন্দা এবং মৃত আব্দুর রহমানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাদশা আলম বলেন, “আমরা ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে আমিনুল ইসলামকে গ্রেপ্তার করেছি। পরবর্তীতে তাকে জেলহাজতে প্রেরণ করা হবে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত এবং সাবেক সংসদ সদস্য মাহমুদ হাসান রিপনের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad