নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ১০ কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। উপজেলার দুবলাগাড়ী এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশায় করে পরিবহনের সময় আজ (বৃহস্পতিবার, ৩১ জুলাই) সকালে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- গাইবান্ধা শহরের গোডাউন রোডের কাঠপট্টি এলাকার মৃত কার্তিক বাঁসফোরের ছেলে বিকাশ বাঁসফোর (২০) এবং একই এলাকার হায়দার মিয়ার ছেলে মো. আকাশ (২০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের সদস্যরা দুবলাগাড়ী এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে অবস্থান নেয়। এসময় গোবিন্দগঞ্জগামী সিএনজিচালিত একটি অটোরিকশা থামানো হয়। পরে তল্লাসি চালিয়ে আটক ওই দুই যাত্রীর পায়ের নিচে রাখা একটি পাটের বস্তা থেকে ১০ কেজি গাঁজা জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাইবান্ধা কার্যালয়ের উপ-পরিচালক শাহ্ নেওয়াজ বলেন, ওই দুই যুবকের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।