নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধা জেলার আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক, সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদাসম্পন্ন এসএসসি ২০২৫ পরীক্ষার্থীদের জন্য শুরু হয়েছে ‘এসএসসি শিক্ষাবৃত্তি ২০২৫’। জিপিএ-৫ প্রাপ্ত মেধাবীদের জন্য এ অনন্য সুযোগ তৈরি করেছে দেশীয় প্রতিষ্ঠান সু-প্যালেস।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আজ (শনিবার, ২৬ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাধুকরকে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আলো ছড়াক মেধা, স্বপ্ন গড়ুক সাহস’ এই স্লোগানকে সামনে রেখে শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে সহযোগিতার হাত বাড়িয়েছে সু-প্যালেস। এ উদ্যোগে সহায়তা করছে ফ্যাশন প্যালেস, সৃজনশীল গাইবান্ধা, ও বই ঘর পাঠাগার।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন https://forms.gle/hK9ELodsKSBTe8if7 লিংকে গিয়ে। এছাড়া, সু-প্যালেস শো-রুম থেকে অফলাইন ফরম সংগ্রহ করে পূরণ করে জমা দেওয়ার সুযোগও থাকছে।
সময়সূচি: আবেদন শুরু: ২৫ জুলাই ২০২৫, আবেদন শেষ: ২০ আগস্ট ২০২৫, ফলাফল ঘোষণা: ১০ সেপ্টেম্বর ২০২৫ (ওয়েবসাইট www.srijonshilgaibandha.org ও ফেসবুক @ShoePalace1976 @SrijonshilGaibandha পেজে প্রকাশ)
আবেদনের সঙ্গে আবেদনকারীর জন্মনিবন্ধন এর ফটোকপি, পাসপোর্ট সাইজের রঙিন ছবি, পিতার ও মাতার জাতীয় পরিচয়পত্র ফটোকপি, পিতার ও মাতার রঙিন রঙিন ছবি ১ কপি করে সংযুক্ত করতে হবে।
শুধুমাত্র যাচাইকৃত ও বাছাইকৃত শিক্ষার্থীদেরকেই ‘এসএসসি শিক্ষাবৃত্তি ২০২৫’ প্রদান করা হবে। এ উদ্যোগ মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাজীবনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করছে আয়োজকরা।