তাজুল ইসলাম রেজা, সাদুল্লাপুর►
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এনামুল হক (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ (শুক্রবার, ১৮ জুলাই) উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুর এলাকায় নলডাঙ্গা-রহমতপুর সড়কে এ ঘটনা ঘটে।
নিহত এনামুল হক রংপুরের মিঠাপুকুর উপজেলার রহমতপুর বৌউলবাড়ী গ্রামের বেলাল হোসেনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার এনামুল মোটরসাইকেল যোগে রহমতপুর থেকে নলডাঙ্গা যাচ্ছিল। পথে ওই এলাকায় পিছন দিক থেকে আসা ইট বোঝাই একটি ট্রাক্টর তাকে অতিক্রম করা কালে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে ওই ট্রাক্টরের চাকার নীচে পরে যান। মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার জানান, লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। ঘাতক টাক্টর ও চালককে আটক করতে পুলিশ অভিযান অব্যাহত আছে।