নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সৈয়দ শামস-উল আলম হিরু মারা গেছেন। আমেরিকার নিউইয়র্কের জ্যামাইকাতে বাংলাদেশ সময় আজ (রবিবার, ২৫ মে) ভোর ৪টার দিকে অসুস্থতাজনিত কারণে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
মুত্যকালে তাঁর বয়স হয়েছিলো ৭৭ বছর। তিনি স্ত্রী ও ৩ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খি রেখে গেছেন।
অ্যাডভোকেট সৈয়দ শামস-উল আলম হিরু গাইবান্ধা শহরের পশ্চিম পাড়ার মৃত আব্দুস ছামাদের ছেলে।
তার পারিবারিক সূত্রে জানা গেছে, আমেরিকার নিউইয়র্কে জানাজা শেষে তাকে সেখানেই দাফন করা হয়। তার আত্মীয়-স্বজন আমেরিকা, কানাডা ও অস্ট্রেলিয়ায় বসবাস করেন। এ কারণে তিনি প্রায়ই ছেলেসহ স্বজনদের সঙ্গে আমেরিকাতে থাকতেন।
উল্লেখ্য, অ্যাডভোকেট শামস-উল-আলম হীরু মহান মুক্তিযুদ্ধে ১১ নং সেক্টরে মুজিব বাহিনীর কমান্ডার ছিলেন। ১৯৭৮ সালের জানুয়ারি থেকে তিনি আইন পেশায় সম্পৃক্ত হন। আইন পেশায় থাকাকালীন তিনি গাইবান্ধা জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন, তিনি গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক ছিলেন এবং নিষিদ্ধ আওয়ামী লীগ গাইবান্ধা জেলার সাধারণ সম্পাদক এবং পরে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি এক সময় গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থা (গানাসাস) এর সহসভাপতি ছিলেন। অ্যাডভোকেট হীরুর ভাই সাইফুল আলম তরুও ছিলেন মুক্তিযোদ্ধা।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শিক্ষাবিদ অধ্যাপক মাজহারউল মান্নান, জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, গানাসাসের সকল সদস্য এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।