Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৬ ঘন্টা আগে
  • ১১ বার দেখা হয়েছে

প্রথমবারের মতো রোবট বক্সিং প্রতিযোগিতা চীনে

প্রথমবারের মতো রোবট বক্সিং প্রতিযোগিতা চীনে

ক্রীড়া ডেস্ক►

বিশ্ববাসীকে চমকে দিয়ে ইতিহাসে প্রথমবার মানুষের আদলে তৈরি রোবট নিয়ে আন্তর্জাতিক পরিসরে বক্সিং প্রতিযোগিতার আয়োজন করেছে চীন। প্রদর্শনী ও প্রতিযোগিতার দুটি পর্বই অনলাইনে সরাসরি সম্প্রচারের উদ্যোগ নিয়েছেন আয়োজকরা। প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করেন, এ ধরনের আয়োজন হিউম্যানয়েড রোবটের বাজার সৃষ্টি ও সম্প্রসারণে ভূমিকা রাখবে।

বক্সিং রিং-এ চলছে হাড্ডাহাড্ডি লড়াই, নিপুণ কৌশলে একে অপরকে ধরাশায়ী করার চেষ্টায় দুই প্রতিযোগী। যদিও এটা কোনো সাধারণ বক্সিং ম্যাচ নয়। প্রযুক্তিবাজারে আলোড়ন তোলা হিউম্যানয়েড রোবট নিয়ে শুরু হয়েছে বক্সিং চ্যাম্পিয়নশিপ।

রোববার থেকে শুরু হওয়া এই বক্সিং প্রতিযোগিতার আসর বসেছে পূর্ব চীনের হ্যাংঝৌও শহরে। আয়োজকরা বলছেন, চায়না মিডিয়া গ্রুপ ওয়ার্ল্ড রোবট কনটেস্ট- শীর্ষক এই প্রতিযোগিতাটি লাইভ স্ট্রিমিং-এর মাধ্যমে পৌঁছে দেয়া হচ্ছে বিশ্বের প্রতিটি প্রান্তে।

আয়োজকদের মধ্যে একজন বলেন, ‘এই যে রোবটটি মানুষের ভঙ্গিতে পা সঞ্চালন করছে, এর সঙ্গে মোশন কন্ট্রোল প্রোগ্রামের নিবিড় যোগাযোগ আছে। অসংখ্য সেন্সর একসাথে কাজ না করলে এমনটা সম্ভব হতো না।’

রোবোটিক্স প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করেন, স্থানীয়ভাবে তৈরি এসব হিউম্যানয়েড রোবটের আঘাত সহ্য করার ক্ষমতা, তাপনিয়ন্ত্রণের অভ্যন্তরীণ কৌশল ও স্থিতিশীলতার চূড়ান্ত পরীক্ষা হবে এই প্রতিযোগিতায়। এতে রোবট তৈরির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানও লাভবান হবে বলে মনে করেন তারা।

রোবোটিক্স প্রযুক্তি বিশেষজ্ঞদের মধ্যে একজন বলেন, ‘শুধু নতুন প্রযুক্তি সংযোজন নয়, এখানে এমন অনেক খুঁটিনাটি বিষয় আছে যা ডিজাইন করা রীতিমতো চ্যালেঞ্জের। হিউম্যানয়েড রোবটের এই সবশেষ সংস্করণ এবং এর সক্ষমতা মানুষ সরাসরি দেখতে পাবে।’

ওয়ার্ল্ড রোবট কনটেস্টের এই আয়োজনকে দুইভাগে ভাগ করেছেন আয়োজকরা। একটি প্রদর্শনী অন্যটি মূল প্রতিযোগিতা। বক্সিং কনটেস্টটি দর্শকদের বিনোদনের জন্য আয়োজন করা হলেও প্রতিযোগিতার মূল উদ্দেশ্য অত্যাধুনিক এই রোবটের সক্ষমতা ও বুদ্ধিমত্তার পরিচয় বিশ্ববাসীর সামনে উপস্থাপন করা।

প্রতিযোগিতায় যে রোবটগুলো ব্যবহার করা হচ্ছে, সেগুলোর প্রত্যেকটিই স্থানীয়ভাবে তৈরি। দর্শকদের মনরঞ্জন করতে বক্সিং প্রতিযোগিতায় থাকবেন পেশাদার রেফারি, ধারাভাষ্যকার ও ক্রীড়া বিশেষজ্ঞরা। আর এর পেছনে উদ্দেশ্য একটাই। মানুষের আদলে বানানো এই রোবটের দক্ষতার চুলচেড়া বিশ্লেষণ করা।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad