Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৪ ঘন্টা আগে
  • ৬৫ বার দেখা হয়েছে

গাইবান্ধায় পুলিশ হেডকোয়ার্টারের পরিচয়ে ফোন নম্বর হ্যাক করে টাকা দাবি

গাইবান্ধায় পুলিশ হেডকোয়ার্টারের পরিচয়ে ফোন নম্বর হ্যাক করে টাকা দাবি

ভবতোষ রায় মনা►

বিশ্বে প্রযুক্তির যেমন প্রসার ঘটছে, তেমনই বাড়ছে সাইবার অপরাধ ও হ্যাকিং। হঠাৎ করে আপনার ফোনে একটা অদ্ভুত মেসেজ আসবে। ‘আপনার ফোনে সিকিউরিটি সমস্যা ঘটেছে, আপনি যদি এটি ঠিক করতে চান তবে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করুন।’ আপনি কিছুটা চিন্তায় পড়ে গেলেন। তারপর ভাবলেন কোনও নতুন আপডেট হবে হয়তো। ক্লিক করলেন লিঙ্কটাতে।

আর এর পরেই শুরু বিপত্তি। মুহূর্তের মধ্যে ফোনের স্ক্রীন ব্ল্যাক হয়ে গেল এবং তারপর দেখা গেল আপনি আর কিছুই করতে পারছেন না। মেসেজ পড়া তো দূরের কথা, ফোনের সব অ্যাপ্লিকেশন এখন খোলার কোনো উপায় নেই। 

তখনই মনে করবেন এটা হতে পারে ফোন হ্যাক হয়ে যাওয়ার এক সংকেত। এমনি একটি ঘটনা ঘটেছে আজ (রবিবার, ২৫ মে) গাইবান্ধার এসকেএস ফাউন্ডেশনের পাবলিক রিলেশন অ্যান্ড নেটওয়ার্কিংয়ের সমন্বয়কারী আফরাফুল আলমের সঙ্গে। তার ব্যবহৃত ০১৭১৩-৪৮৪৪১* মোবাইল নম্বরটি দুপুর দেড় টা থেকে দুটার মধ্যে হ্যাকাররা হ্যাক করে। পরে আফরাফুল আলমের পরিচিত জনদের ম্যাসেজ ও ফোন করে টাকা চাওয়া শুরু করে। এসএ টিভির কায়সার প্লাবনকে ওই নম্বর থেকে ফোন দিয়ে ২০ হাজার এবং এসকেএস প্রিন্টার্সের ডিজাইনার রোকনকে ম্যাসেজ দিয়ে ২০ হাজার টাকা চাওয়া হয়। এভাবেই অনেকে কাছে উক্ত নম্বর থেকে ফোন দিয়ে হ্যাকাররা টাকা চাচ্ছেন। 

পুলিশ হেডকোয়ার্টার এর পরিচয়ে বলেন, তাদের সার্ভারের সাথে এই নাম্বারটি অ্যাড হয়েছে। এখান থেকে বের হতে হবে, না হলে আপনার বিরুদ্ধে মামলা হবে। আমি বলি এরকম হওয়ার সুযোগ নাই। তখন বলে বাচ্চাদের হাতে হয়তো মোবাইল পড়েছে টেপাটিপি করতে হয়ে যেতে পারে। এখান থেকে বের হতে এই এই অপসনে প্রবেশ করুন। এভাবেই হ্যাকাররা আপনার মোবাইল নম্বরটি হ্যাক করে নিচ্ছে। 

হ্যাকরদের হাত থেকে বাঁচতে কী করতে হবে?

১. ফোনের ইন্টারনেট ও ব্লুটুথ অফ করুন: সবার আগে ফোনের ডেটা এবং ব্লুটুথ বন্ধ করে দিন। এটি খুব গুরুত্বপূর্ণ, কারণ হ্যাকার যদি ফোনের মাধ্যমে আমার তথ্য চুরি করতে চায়, তবে নেটওয়ার্কের মাধ্যমে তাদের অ্যাক্সেস বন্ধ করতে হবে। ২. ব্যাকআপ নিয়ে নিন: ফোনের সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য ক্লাউডে ব্যাকআপ করতে শুরু করুন। যদিও ফোন হ্যাক হয়েছে, তবুও তথ্য হারানো উচিত নয়। সমস্ত ফটো, মেসেজ এবং কন্টাক্ট ব্যাকআপ নিয়ে নিন। ৩. পাসওয়ার্ড বদলান: যত তাড়াতাড়ি সম্ভব সকল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের পাসওয়ার্ড বদলাতে শুরু করুন। ইমেল, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার সবকিছু। যেহেতু হ্যাকার এখন ফোনের উপর নিয়ন্ত্রণ পাচ্ছে, তাদের দ্বারা অ্যাকাউন্টগুলোর নিরাপত্তা বিপদে পড়তে পারে। ৪. ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করুন: এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ।  কোনও অস্বাভাবিক লেনদেন হয়েছিল কি না দেখার জন্য।

৫. প্রয়োজনে পুলিশে জানাবেন: যদি আপনার ফোনে অদ্ভুত কোনও কার্যকলাপ দেখা যায়, যেমন অ্যাকাউন্ট হ্যাক হওয়া, টাকা চুরি হওয়া ইত্যাদি, তবে তাড়াতাড়ি পুলিশের সঙ্গে যোগাযোগ করা উচিত। তারা তদন্ত করতে সাহায্য করবে। ৬. ফোনটি রিসেট করুন: সবশেষে ফোনটি ফ্যাক্টরি রিসেট করলাম। যদিও এতে কিছু সময়ের জন্য সব কিছু মুছে যাবে, তবে ফোনে হ্যাকারদের প্রবেশ বন্ধ করার জন্য এটি একমাত্র উপায়। আমাদের ডিজিটাল নিরাপত্তা নিয়ে আরও সচেতন হতে হবে। প্রযুক্তির দুনিয়াতে এমন হ্যাকিং ঘটতে পারে, কিন্তু সচেতনতা এবং দ্রুত পদক্ষেপ নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad