Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১৪ ঘন্টা আগে
  • ২৭ বার দেখা হয়েছে

নিরাপদ খাদ্য নিশ্চিতে সচেতনতা বাড়াতে গাইবান্ধায় সেমিনার

নিরাপদ খাদ্য নিশ্চিতে সচেতনতা বাড়াতে গাইবান্ধায় সেমিনার

নিজস্ব প্রতিবেদক►

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গাইবান্ধায় এক সেমিনার হয়েছে। গাইবান্ধা সরকারি কলেজ মিলনায়তনে আজ (বৃহস্পতিবার, ২৪ এপ্রিল) সকালে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠানটির দর্শন বিভাগ ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গাইবান্ধা জেলা কার্যালয় যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। দর্শন বিভাগের বিভাগীয় প্রধান আনিছা আখতার বেগম চৌধুরীর  সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞ, সরকারি কর্মকর্তা, উদ্যোক্তা, গণমাধ্যমকর্মী, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. খলিলুর রহমান বলেন, ‘খাদ্য আমাদের বেঁচে থাকার মূল উপাদান। তাই খাদ্যের মান, গুণাগুণ ও নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সবোর্চ্চ অগ্রাধিকার।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাইবান্ধা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আব্দুর রশিদ ও শিক্ষক পরিষদের সম্পাদক মো. মাসুদুর রহমান। 

সেমিনারে মুখ্য আলোচকের বক্তব্যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার মো. মিলন মিয়া বলেন, খাদ্যে ভেজাল রোধ, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের ক্ষেত্রে সঠিক নিয়ম অনুসরণ এবং জনসচেতনতা বৃদ্ধি করলেই নিরাপদ খাদ্য নিশ্চিত করা সম্ভব। এছাড়াও বাজার তদারকি বৃদ্ধি, নিয়মিত ল্যাবরেটরি পরীক্ষা এবং প্রযুক্তির যথাযথ ব্যবহার করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad