নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধা জেলার অন্যতম যুব উন্নয়নমূলক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সৃজনশীল গাইবান্ধা’ আজ (মঙ্গলবার, ২২ এপ্রিল) তাদের ৭ম বছরে পদার্পণ করেছে। সংগঠনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করা হয়।
উদযাপন উপলক্ষে আজ (মঙ্গলবার, ২২ এপ্রিল) বিকেল ৫টায় গাইবান্ধা রেলওয়ে স্টেশন সংলগ্ন বস্তির সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে কেক কাটার আয়োজন করে সংগঠনটি। শিশুদের মুখে হাসি ফোটাতে তাদের জন্য কেক, খাবার ও আনন্দঘন পরিবেশের আয়োজন করা হয়। এসময় সংগঠনের সদস্যরা শিশুদের সাথে সময় কাটান এবং সামান্য আনন্দও ভাগাভাগি করে নেন।
সৃজনশীল গাইবান্ধা ২০১৯ সাল থেকে জেলার বিভিন্ন স্থানে যুব উন্নয়ন, নারী ও শিশু কল্যাণ, এসআরএইচআর, দুর্নীতি বিরোধী কার্যক্রম ও টেকসই উন্নয়নে কাজ করে আসছে। এই মানবিক উদ্যোগের মাধ্যমে সংগঠনটি সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন সৃজনশীল গাইবান্ধার সভাপতি মোঃ মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান অন্তর, সদস্য আসিফ, রিফাত প্রমুখ।
সংগঠনের সদস্যরা জানিয়েছেন, এই দিনটিকে সুবিধাবঞ্চিতদের সাথে উদযাপন করে তারা প্রকৃত আনন্দ অনুভব করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।।