Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৩০-৩-২০২৫, সময়ঃ বিকাল ০৩:৪৮
  • ১৩ বার দেখা হয়েছে

দেশে থাকলেও ঈদে পরিবারের চেয়ে দূরে নারী ক্রিকেটাররা

দেশে থাকলেও ঈদে পরিবারের চেয়ে দূরে নারী ক্রিকেটাররা

মাধুকর ডেস্ক
পাকিস্তানের মাটিতে শুরু হতে যাচ্ছে ২০২৫ নারী বিশ্বকাপের বাছাইপর্ব। যেখানে বিশ্বকাপ নিশ্চিতের লক্ষ্যে বাংলাদেশ নারী দলও অংশ নেবে। আগামী ৫ থেকে ১৯ এপ্রিল লাহোরে অনুষ্ঠিত হতে যাওয়া বাছাইয়ের জন্য বাংলাদেশ নারী দলের স্কোয়াড ঘোষণা করা হয়েছি চলতি মাসে। ৩ এপ্রিল তাদের পাকিস্তানের উদ্দেশ্যে রওনা করার কথা রয়েছে।

কিছুদিন আগে থেকেই চলছে নারী দলের ক্যাম্প। যার অংশ হিসেবে আজকেও (রোববার) নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল অনুশীলন করেছে। যদিও এদিন তাদের মাঠ পর্যায়ের কোনো কার্যক্রম নেই, ফিল্ডিং অনুশীলন হয়েছে কেবল। গতকাল শেষ হয়েছে অনুশীলনের বাকি কার্যক্রম। হয়েছে জিম সেশন বা ইনডোর অনুশীলন। নারী দলের একটি সূত্র ঢাকা পোস্টকে এই তথ্য জানিয়েছে। 

এদিকে, চাঁদ দেখা গেলে আগামীকাল পবিত্র ঈদুল ফিতর পালিত হবে বাংলাদেশে। যদিও নারী দলের ক্যাম্পে থাকা ক্রিকেটাররা এবার ছুটি পাননি। যেতে পারেননি পরিবারের সঙ্গে ঈদ কাটাতে। টাইগ্রেসরা ৩ এপ্রিল দেশ ছেড়ে পাকিস্তানের পথ ধরবেন। যে কারণে ঈদের সময়টাও বিসিবির একাডেমিতেই থাকতে হচ্ছে ক্রিকেটারদের।

বিশ্বকাপ বাছাইয়ের সূচি প্রকাশ, বাংলাদেশের খেলা কবে-কোথায় : বাছাই পর্বে বাংলাদেশের স্কোয়াড : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ইশমা তানজিম, দিলারা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, জান্নাতুল ফেরদোস সুমনা, রাবেয়া খান, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, ফারজানা হক, সানজিদা আখতার মেঘলা, মারুফা আক্তার ও রিতু মনি।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad