Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৯-২-২০২৫, সময়ঃ সন্ধ্যা ০৬:৪৮
  • ৭৩ বার দেখা হয়েছে

গাইবান্ধায় বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ রোগী

গাইবান্ধায় বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ রোগী

নিজস্ব প্রতিবেদক►

গাইবান্ধায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে; যেখানে প্রায় ৩০০ রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেছেন।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকাস্থ গাইবান্ধা জনকল্যাণ সমিতির উদ্যোগে সদর উপজেলার গিদারী ইউনিয়ন পরিষদ মাঠে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পের উদ্বোধন করেন গাইবান্ধা জনকল্যাণ সমিতির উপদেষ্টা ও গাইবান্ধা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আব্দুল করিম সরকার।

সকাল ১০টা থেকে দিনব্যাপী চলা এই ক্যাম্পে রোগীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। গাইবান্ধা জনকল্যাণ সমিতির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. তানবীর আহমেদ রোগীদের চিকিৎসা সেবা দেন।

চিকিৎসা নিতে আসা রাজিয়া বেগম (৪৫) বলেন, ‘অনেকদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলাম, কিন্তু টাকার অভাবে চিকিৎসা করাতে পারছিলাম না। এখানে এসে বিনামূল্যে ডাক্তার দেখিয়ে ওষুধও পেয়েছি। এটা আমাদের মতো দরিদ্র মানুষের জন্য অনেক উপকার হলো।’

একইভাবে চিকিৎসা নেওয়া শফিকুল ইসলাম (৫৫) বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে হাঁটুর ব্যথা ও শ্বাসকষ্টে ভুগছি। এখানে বিনামূল্যে ডাক্তার দেখানোর সুযোগ পেয়েছি, ওষুধও পেয়েছি। এ ধরনের উদ্যোগ আরও বেশি হওয়া দরকার, বিশেষ করে গ্রামের দরিদ্র মানুষের জন্য।’

গাইবান্ধা জনকল্যাণ সমিতির সেক্রেটারি মো. মোশাররফ হোসেন বলেন, ‘আমাদের সংগঠন সবসময় গাইবান্ধার মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষদের চিকিৎসা সেবা নিশ্চিত করার প্রয়াস নিয়েছি। আমরা চাই, অর্থের অভাবে যেন কেউ চিকিৎসা বঞ্চিত না হয়। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’

তিনি আরও বলেন, ‘শুধু চিকিৎসা সেবা নয়, আমরা শিক্ষা, দারিদ্র্য বিমোচন ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছি। আমাদের মূল লক্ষ্য গাইবান্ধার জনগণের সার্বিক কল্যাণ নিশ্চিত করা। এ কাজে সকলের সহযোগিতা পেলে আমরা আরও বড় পরিসরে কাজ করতে পারবো।’

ফ্রি মেডিকেল ক্যাম্পে গাইবান্ধা জনকল্যাণ সমিতির অন্যান্য সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad