নিজস্ব প্রতিবেদক
গাইবান্ধায় ৯ দিনব্যাপী ‘উদ্যোক্তাদের জন্য মার্কেটিং’ বিষয়ক এক প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। আজ (বুধবার, ১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণ কোর্সের (১ম ব্যাচ) উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.কে.এম হেদায়েতুল ইসলাম ।
গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গাইবান্ধা জেলা প্রশাসন এর উদ্যোগে ও সার্বিক সহযোগিতায় গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) গাইবান্ধা জেলা শাখা যৌথভাবে এ আয়োজন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকছুদার রহমান শাহান।
গাইবান্ধা চেম্বারের উদ্যোক্তা বিষয়ক উপ-কমিটির আহবায়ক আসিফ মাহমুদ তমালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাসিব গাইবান্ধা জেলার সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ আমজাদ হোসেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মাহবুবা সুলতানা, গোলাম কিবরিয়া প্রমুখ। নাসিব পরিচালনা পর্ষদের পরিচালক গোলাম কিবরিয়া অনুষ্ঠানটি সঞ্চালনা শুরু হয়।
মার্কেটিং, বিজনেস প্লানসহ অন্যান্য বিষয়ের উপর ১৯ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারী পর্যন্ত ৬০ প্রশিক্ষণার্থীকে ২ ব্যাচে এই প্রশিক্ষণ প্রদান করা হবে।
প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.কে.এম হেদায়েতুল ইসলাম বলেন, উদ্যোক্তা হতে বেশি পুঁজির প্রয়োজন হয় না। দেশে দক্ষ উদ্যোক্তা তৈরি করতে হবে, যাতে তারা অন্যেকে চাকরি দিতে পারে। একজন দক্ষ উদ্যোক্তা হতে হলে প্রশিক্ষণ জরুরি। গাইবান্ধা চেম্বার ও নাসিব গাইবান্ধা জেলা দক্ষ উদ্যোক্তা তৈরিতে কাজ করে যাচ্ছে।
প্রশিক্ষণ বিষয়ক কারিগরি সহযোগিতায় রয়েছে PUM NederlandS. PUM Nederlands এর পক্ষ থেকে এক্সপার্ট রয়েছেন কানাডীয়ান নাগরিক মার্ক থমাস।