তাজুল ইসলাম রেজা, সাদুল্লাপুর►
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়ন ছাত্রলীগের সাবেক নেতা ও বিপিএল সিলেট দলের নেট বোলার আব্দুল্যা আল-মামুন মন্ডলের হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ধাপেরহাটে রংপুর-ঢাকা মহাসড়কে এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন নিহত আল-মামুনের বাবা আব্দুল মান্নান মন্ডল, নিহত আল-মামুনের ভাই টারজান রকি মন্ডল, নিহত আল-মামুনের স্ত্রী সাবিহা নাসরিন দিনা, এলাকাবাসী আব্দুল খালেক মন্ডল, মেহেদুল, রিপন প্রমূখ ।
বক্তারা বলেন, আল-মামুনের হত্যাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। বক্তারা দ্রুত এই খুনিদের আইনের আওতায় এনে বিচারের মাধ্যমে ফাঁসির জোর দাবি জানান।
প্রসঙ্গত. গত ১৩ ফেব্রুয়ারি বিকালে ধাপেরহাটের জামদানী সড়ক মোড় এলাকায় বিপিএল সিলেট দলের নেট বোলার ও ধাপেরহাট ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্যাহ আল-মামুন মন্ডলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দূর্বৃত্তরা। পরে তার তার মরদেহ নিয়ে ধাপরেহাটে ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী। এ ঘটনায় পরদিন ১৪ ফেব্রুয়ারী নিহত মামুনের পিতা আব্দুল মান্নান মন্ডল বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় জামায়াত-শিবিরের ১৬ জন ও বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের ৭ জনসহ ২৭ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ২০-২৫ জনকে আসামী করা হয়।