Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৬-২-২০২৫, সময়ঃ বিকাল ০৫:১০
  • ৭৬ বার দেখা হয়েছে

সাদুল্লাপুরে ছাত্রলীগ নেতা হত্যা মামলায় বিএনপি নেতাকর্মীদের ফাঁসানোর অভিযোগ

সাদুল্লাপুরে ছাত্রলীগ নেতা হত্যা মামলায় বিএনপি নেতাকর্মীদের ফাঁসানোর অভিযোগ

তাজুল ইসলাম রেজা, সাদুল্লাপুর►

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন মন্ডল হত্যা মামলায় প্রতিহিংসাবশত স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মীকে আসামী করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সাদুল্লাপুর উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস ছালাম মিয়া এ অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে আব্দুস ছালাম মিয়া বলেন, আমরা এই হত্যাকান্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। যারা এ ঘটনার সাথে জড়িত তদন্ত পূর্বক তাদের বিচার দাবি করছি। কিন্তু নিরপরাধ ধাপেরহাট ইউনিয়ন বিএনপির নব-নির্বাচিত সাংগঠনিক সম্পাদক মাসুদ মিয়া, ধাপেরহাট ইউপি চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক দল সাদুল্লাপুর উপজেলা শাখার সাবেক সভাপতি শহিদুল ইসলাম শিপন, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান সেলিম, ধাপেরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী আমজাদ হোসেন ও বিএনপির সদস্য আনজু মিয়াকে আসামি করা হয়েছে। এতে বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।

উপজেলা বিএনপির আহ্বায়ক ছামছুল হাসান ছামছুল বলেন, আপনারা সবাই অবগত আছেন এই ঘটনার বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এছাড়া দিন-দুপুরে প্রকাশ্যে এ ঘটনাটি ঘটেছে। একারণে কারা এ ঘটনার সাথে জড়িত তা গোপন করার কোন অবকাশ নাই। কিন্তু প্রতিহিংসাবশত বিএনপির কয়েকজন নিরপরাধ নেতাকর্মীকে এ হত্যা মামলায় আসামি করা হয়েছে। যা খুবই দুঃখজনক। আমরা তাদেরকে দ্রুত এ ঘটনার দায় থেকে মুক্তি দেওয়ার জোড় দাবি জানাচ্ছি।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ারুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেক দলের আহবায়ক নয়ন কবির নয়ন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, ধাপেরহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন সরকার প্রমূখ।

প্রসঙ্গত. গত বৃহস্পতিবার বিকাল পৌনে ৪ টার দিকে এক দল দূর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ধাপরেহাট জামদানি সড়ক মোড় এলাকায় মামুনের ওপর হামলা করে তাঁর শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। খবর পেয়ে তার স্বজনরা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু পথিমধ্যে তার মৃত্যু হয়। 

পরে তার লাশ নিয়ে এলাকাবাসী ধাপেরহাট বন্দরে অবস্থান নিয়ে ঢাকা-রংপুর মহাসড়ক দুইঘন্টা অবরোধ করে রাখে। এ ঘটনায় গত শুক্রবার দুপুরে মামুন মন্ডলের বাবা অব্দুল মান্নান মন্ডল বাদী হয়ে সাদুল্লাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় ২৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও ২০ থেকে ২২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad