Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৩১-১২-২০২৪, সময়ঃ বিকাল ০৪:১৭
  • ৫৭ বার দেখা হয়েছে

২০২৪ সালে আলোচিত যত ঘটনা

২০২৪ সালে আলোচিত যত ঘটনা

মাধুকর ডেস্ক►

আজ ৩১ ডিসেম্বর। রাত পোহালেই নতুন বছরে পা রাখবে পৃথিবী। নানা ঘটনায় বাংলাদেশ বদলে বিদায় নিচ্ছে ২০২৪। বছরের শুরুতেই সংসদ নির্বাচন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে সরকার পতন, বড় বন্যাসহ রাজনীতি ও রাজনীতির বাইরে নানা কারণেই ঘটনাবহুল ছিল এই বছরটি।

বিভিন্ন কারণে ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি ক্ষতির মুখে পড়েছে। তবু ছিল সুসংবাদ। বছরের শেষ মাসে প্রভাবশালী ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট চোখে ২০২৪ সালের সেরা দেশ বাংলাদেশ। ২০২৪ সালে জাতীয় পর্যায়ে বড় ঘটনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য কিছু ঘটনা পাঠকের সামনে তুলে ধরা হলো-

অধ্যাপক ইউনূসের কারাদণ্ড

২০২৪ সালটি শুরু হয়েছিল শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ চার কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে জরিমানাসহ ছয় মাসের কারাদণ্ডের মধ্য দিয়ে। যদিও পরে এ মামলা টেকেনি। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

স্বল্প ভোটার উপস্থিতি এবং বিভিন্ন স্থানে সহিংসতাসহ নানা ঘটনার মধ্য দিয়ে ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়। নির্বাচনের শেষ দিকে এসে জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের অনেক প্রার্থী অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে যান। অনিয়মের অভিযোগে নয়টি আসনের ২১ কেন্দ্রের ভোট স্থগিত করা হয়।

আওয়ামী লীগের একজন প্রার্থীর প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন। বিরোধী দল বিএনপি দাবি ছিল, ভোটাররা তাদের আহ্বানে সাড়া দিয়ে ভোট বর্জন করেছে। অন্যদিক আওয়ামী লীগ বলেছিল, ভোট বর্জনের আহ্বান যারা দিয়েছে তাদেরই ভোটাররা বর্জন করেছেন। এছাড়া ভোটারদের উপস্থিতিও সন্তোষজনক ছিল বলে আখ্যায়িত করেছে দলটি।

বেইলি রোডে আগুন

২৯ ফেব্রুয়ারি রাজধানীর বেইলি রোডে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে ৪৬ জন প্রাণ হারান।

নিহতদের মধ্যে একজনের মরদেহ নিয়ে নানা জটিলতা সৃষ্টি হয়। পরে ডিএনএ টেস্টের মাধ্যমে মরদেহের পরিচয় শনাক্ত হলে বিষয়টি সুরাহা করা হয়। 

ফুটবলে মেয়েদের শিরোপা জয়

১০ মার্চ ভারতকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ শিরোপা জেতে বাংলাদেশ। কাঠমান্ডুর অদূরে ললিতপুরের আনফা একাডেমি মাঠ জায়গা পেয়ে যায় বাংলাদেশের ফুটবলের ইতিহাসে।

সোমালি দস্যুর কবলে বাংলাদেশি জাহাজ

১২ মার্চ ভারত মহাসাগরে ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সোমালিয়া জলদস্যুদের ১০-১৫ জনের একটি দল এমভি আবদুল্লাহ নামের বাংলাদেশি জাহাজ নিয়ন্ত্রণে নেয়। পরে জাহাজটির ক্যাপ্টেনসহ ২৩ নাবিককে জিম্মি করে মোটা অঙ্কের মুক্তিপণ আদায় করে।

কলকাতায় বাংলাদেশি সংসদ সদস্য খুন

চিকিৎসার জন্য ভারতের পশ্চিমবঙ্গে গিয়ে চলতি বছরের ২২ মে খুন হয় ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। একটি বাসায় পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়। পরে মরদেহ কিমা বানিয়ে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে কলকাতার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়। সেগুলো আনারের কিনা তা সংশয় দেখা দেয়। পরে ডিএনএ পরীক্ষার পর ২০ ডিসেম্বর নিশ্চিত হওয়া যায়, খণ্ডাংশগুলো তার মরদেহের।

জামায়াত ও শিবির নিষিদ্ধ, পরে প্রজ্ঞাপন বাতিল

কোটা সংস্কারের দাবিতে করা আন্দোলন ঘিরে গত ১ আগস্ট জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরে শেখ হাসিনার পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকার ওই প্রজ্ঞাপন বাতিল করে ২৮ আগস্ট আরেকটি প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, সন্ত্রাস-সহিংসতার সঙ্গে জামায়াত ও শিবিরের সম্পৃক্ততার সুনির্দিষ্ট কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতন 

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট টানা ১৫ বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। ওই দিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। 

খালেদা জিয়া মুক্ত

শেখ হাসিনার পতনের একদিন পর অর্থাৎ গত ৬ আগস্ট নির্বাহী আদেশে মুক্তি মেলে খালেদা জিয়ার। ওই দিন বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধানেরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে।

ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার

শেখ হাসিনার পতনের পর নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে গত ৮ আগস্ট গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। প্রথমে এ সরকারের উপদেষ্টা ছিল ১৭ জন। পরে তা বেড়ে হয় ২২ জন। তবে গত ২০ ডিসেম্বর এ এফ হাসান আরিফের মৃত্যুতে উপদেষ্টার সংখ্যা দাঁড়ায় ২১ জনে। 

ভয়াবহ বন্যা 

ভারত থেকে আসা ঢল ও ভারী বর্ষণে ভয়াবহ বন্যার কবলে পড়ে দেশের দক্ষিণপূর্বাঞ্চল। গত ১৯ আগস্ট শুরু হয় স্মরণকালের এই বন্যা। এতে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, লক্ষ্মীপুর, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জসহ বিভিন্ন জেলা প্লাবিত হয়। ওই বন্যায় অন্তত ৫৯ জন নিহত হয়েছেন। 

শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

জুলাই-আগস্টে আন্দোলনে হত্যার বিচার করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের উদ্যোগ নেওয়ার পর ১৭ অক্টোবর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এই আদালত।

ছাত্রলীগ নিষিদ্ধ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় ছাত্রলীগকে নিষিদ্ধের দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। ২৩ অক্টোবর ছাত্রলীগকে নিষিদ্ধ করতে অন্তর্বর্তী সরকারকে ২৪ ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয়। এর মধ্যেই ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। 

চিন্ময় কারাগারে, আইনজীবীকে হত্যা

সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাষ্ট্রদ্রোহের মামলায় ২৬ নভেম্বর কারাগার পাঠান চট্টগ্রামে আদালত। এ ঘটনায় সংঘর্ষের মধ্যে আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়। 

গ্রেনেড হামলা মামলার রায় বাতিল

২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার মামলায় বিচারিক আদালত ১৯ জনকে মৃত্যুদণ্ড, তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১১ পুলিশ ও সেনা কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিলেন। গত ১ ডিসেম্বর ওই মামলায় তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। 

ভারতে বাংলাদেশ হাইকমিশনে হামলা

শেখ হাসিনার পতনের পর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন চলছি। এর মধ্যে ২ ডিসেম্বর ভারতের আগরতলায় দেশটির উগ্রপন্থীরা বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা করে। এ ঘটনার পর বাংলাদেশ তলব করে ভারতের হাইকমিশনারকে। এ ছাড়া প্রতিবাদ জানিয়ে বিএনপির তিন সংগঠন নানা কর্মসূচি পালন করে। 

বর্ষসেরা বাংলাদেশ

২০২৪ সালের বর্ষসেরা দেশ হিসেবে বাংলাদেশকে নির্বাচন করেছে দি ইকোনমিস্ট। ১৯ ডিসেম্বর এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে গণমাধ্যমটি। বর্ষসেরা দেশের তালিকা সংবলিত এ প্রতিবেদনে বলা হয়েছে, সেরা ধনী, সবচেয়ে সুখী বা নৈতিকভাবে শ্রেষ্ঠ স্থানের অধিকারী— এমন সব বিবেচনায় নয়; বরং গত ১২ মাসে সবচেয়ে বেশি উন্নতি করেছে, সেই বিচারে সেরা দেশ নির্বাচন করা হয়েছে।

জাহাজে সাত খুন

চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীর ইশানবালা খালের মুখে নোঙর করা সারবাহী এমভি আল-বাখেরা জাহাজে সাতজনকে খুন করেন ওই জাহাজের লস্কর আকাশ মণ্ডল ওরফে ইরফান। পরে তাকে বাগেরহাট থেকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে র‌্যাব জানিয়েছিল, ইরফান একাই সাতজনকে খুন করেছেন। 

এ ছাড়া কোরবানির সময় কোটি টাকার গরু, এনবিআরের সদস্য মতিউরের ছেলের ১৫ লাখ টাকা দামের ছাগল, বিসিএসের প্রশ্নফাসের খবর, পুলিশের সাবেক মহাপরিদশর্ক বেনজীরের নানা দুর্নীতিও আলোচনা-সমালোচনা ও বিতর্কের কেন্দ্রে ছিল।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad