Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১১-৯-২০২৪, সময়ঃ সকাল ১০:২৬
  • ১২২ বার দেখা হয়েছে

বাধার মুখে সাদুল্লাপুর হাসপাতালে যোগ দিতে পারেননি প্রধান সহকারী

বাধার মুখে সাদুল্লাপুর হাসপাতালে যোগ দিতে পারেননি প্রধান সহকারী

তাজুল ইসলাম রেজা, সাদুল্লাপুর►

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছাত্র-জনতার বাধার মুখে যোগদান করতে পারেননি সদ্য বদলি হয়ে আসা প্রধান সহকারী জাহাঙ্গীর আলম। 

তিনি পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বদলি হয়ে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করতে আসেন। 

জানা যায়, রংপুর বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. এবিএম আবু হানিফের স্বাক্ষরিত গত ৪ সেপ্টেম্বরের (স্বারক নং ১৪৭৮/১(১০) আদেশে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রধান সহকারী জাহাঙ্গীর আলমকে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়। 

মঙ্গলবার জাহাঙ্গীর আলম সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করতে আসেন। এ খবর পেয়ে ছাত্র-জনতা তাকে যোগদান করা থেকে বিরত রাখেন। 

স্থানীয় এলাকাবাসী রোকন মিয়া জানান, জাহাঙ্গীর আলম ইতিপূর্বে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ছিলেন। সেসময় তার বিরুদ্ধে অর্থআত্মসাৎসহ নানা অনিয়মের অভিযোগ থাকায় এখান থেকে বদলি করা হয়। কিন্তু গত দুই বছর যেতে না যেতেই মঙ্গলবার  আবারও তিনি এই হাসপাতালে যোগদান করতে আসেন। এ কারণে তাকে স্থানীয় ছাত্র-জনতা এখনে যোগদান করতে দেননি। এছাড়া তিনি যাতে এখনে যোগদান না করেন এজন্য সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার নিকট একটি অভিযোগ দেওয়া হয়েছে। 

সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহীনুল ইসলাম মন্ডল বলেন, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad