Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১০-৯-২০২৪, সময়ঃ রাত ০৮:০০
  • ৯২ বার দেখা হয়েছে

বন্ধ ডাম্পিং স্টেশন, ওয়ার্ডের বর্জ্য ওয়ার্ডেই ফেলার আহবান গাইবান্ধা পৌরসভার

বন্ধ ডাম্পিং স্টেশন, ওয়ার্ডের বর্জ্য ওয়ার্ডেই ফেলার আহবান গাইবান্ধা পৌরসভার

নিজস্ব প্রতিবেদক►

ময়লা-আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসীর বাধায় বন্ধ হয়েছে গাইবান্ধা পৌরসভার ডাম্পিং স্টেশন। এজন্য ওয়ার্ডবাসীর বর্জ্য আপাতত তাদের ওয়ার্ডের নির্দিষ্ট স্থানেই ব্যবস্থাপনার আহবান জানিয়েছেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও গাইবান্ধা পৌরসভার প্রশাসক শরিফুল ইসলাম।

আজ (মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর) বিকেলে কলেজিয়েট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দুর্গন্ধের কারণে এলাকাবাসীর বাধায় গাইবান্ধা পৌরসভার ডাম্পিং স্টেশন বন্ধ রয়েছে। গেল ৬ আগস্ট থেকে পৌরসভার ময়লা সেখানে ফেলা যাচ্ছে না। এজন্য আপাতত প্রতিটি ওয়ার্ডের ময়লা নির্দিষ্ট ওই ওয়ার্ডেই রাখতে হবে। সেজন্য ওয়ার্ড কমিটিকে তাদের ওয়ার্ডে ময়লা ফেলার নির্দিষ্ট স্থান ঠিক করতে হবে।

পৌর প্রশাসক বলেন, বর্জ্য ব্যবস্থাপনার স্থায়ী সমাধানের জন্য প্রকল্পের মাধ্যমে বরাদ্দ এসেছে। কয়েক বছরের মধ্যেই তা বাস্তবায়ন করা হবে। তবে আপাতত ওয়ার্ডের ময়লা ওয়ার্ডেই ব্যবস্থাপনার জন্য সবাইকে সহযোগিতার আহবান জানান তিনি।

এসকেএস ফাউন্ডেশনের সহযোগিতায় ‘পৌরসভার স্যানিটেশন ও বর্জ্য ব্যবস্থাপনায় সংলাপ’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে গাইবান্ধা পৌরসভা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এরশাদ উদ্দিন। এসময় আরও উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল হানিফ সরদার,  নারী কাউন্সিলর আন্জুয়ারা বেগম, কাউন্সিলর রকিবুল হাসান সুমন, পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা রবিউল ইসলাম, এসকেএস ফাউন্ডেশনের রাইজিং ফর রাইটস প্রকল্পের সমন্বয়কারী জেভিয়ার স্কু ও অ্যাডভোকেসি স্পেশালিস্ট শফিকুল ইসলাম প্রমুখ।  এছাড়াও পৌরসভার ৪নং ওয়ার্ডের ওয়ার্ড কমিটির সদস্য ও সাধারণ নাগরিকরা এ সংলাপে অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad